—ফাইল চিত্র
পঞ্চাশ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে সেনসেক্স এক দিকে কার্যত ফুটছে। অন্য দিকে, বাজেটের আগে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশার পাশাপাশি তৈরি হয়েছে অনিশ্চয়তা এবং উদ্বেগ। এই পরিস্থিতিতে চড়া বাজারে শেয়ার বেচে আপাতত মুনাফা ঘরে তুলে নেওয়াই নিরাপদ নয় কি! লগ্নিকারীদের এই মনোভাবের জেরেই মাথা নামাল শেয়ার বাজার। শুক্রবার ৫৪৯.৪৯ পয়েন্ট পড়ে ৪৯,০৩৪.৬৭ অঙ্কে শেষ হল সেনসেক্স। নিফ্টি ১৬১.৯০ পয়েন্ট পড়ে ১৪,৪৩৩.৭০ অঙ্কে থামল। বাজার থেকে উবে গেল ২.২৩ লক্ষ কোটি টাকার সম্পদ।
তবে সূচকের এই পতনকে পরবর্তী দৌড়ের জমি তৈরি করা হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। দেকো সিকিউরিটিজ়ের কর্ণধার অজিত দে বলেন, ‘‘সূচকের আরও কিছুটা সংশোধন হতে পারে। সেটা হলে শেয়ার বাজারের জমি আরও শক্ত হবে।’’ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের পরামর্শদাতা কমিটির সদস্য বিধান দুগারের বক্তব্য, আমেরিকায় বড় অঙ্কের ত্রাণ প্রকল্প ঘোষণা হয়েছে। তার একটা অংশ ভারতের বাজারেও ঢুকবে।