—প্রতীকী ছবি।
তিন দিনের বৈঠকে বসেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) মুদ্রানীতি কমিটি। শুক্রবার, ৬ ডিসেম্বর এতে নেওয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ঠিক তার আগে শেয়ার বাজারে দেখা গেল রকেট গতি। ৮০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স। অন্য দিকে নিফটির সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫০ পয়েন্ট। মুদ্রানীতি কমিটির বৈঠকে আরবিআইয়ের রেপো রেট কমানোর সম্ভাবনার কথা বলেছেন অর্থনীতিবিদদের একাংশ। এর জেরে স্টকের লেখচিত্রে ‘বুলিশ ট্রেন্ড’ দেখা গিয়েছে বলে মনে করছেন তাঁরা।
লক্ষ্মীবারে শেয়ার-ষাঁড় ছুটতে থাকায় বেজায় খুশি লগ্নিকারীরা। ডিসেম্বরে এই নিয়ে টানা পাঁচ দিন ঊর্ধ্বমুখী রইল বাজার। বৃহস্পতিবার, ৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হলে দেখা যায় ৮১,৭৬৫.৮৫ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। ৮০৯.৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই সূচক। অর্থাৎ, এক শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। এ দিন সকালে বাজার খোলার সময়ে ৮১,১৮২.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে সর্বোচ্চ ৮২,৩১৭.৭৪ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয় বিএসই।
অন্য দিকে লক্ষ্মীবারে দিনের শেষে ২৪,৭০৮.৪০ পয়েন্টে গিয়ে থেমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি ৫০। এতে ২৪০.৯৫ পয়েন্টের বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। শতাংশের নিরিখে যা ০.৯৮। উল্লেখ্য, এ দিন ২৪,৫৩৯.১৫ পয়েন্টে খুলেছিল এনএসই। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৮৫৭.৭৫ পয়েন্ট উঠেছিল নিফটির সূচক। সব মিলিয়ে দর বেড়েছে ২,০৫০টি স্টকের। আবার ১,৭৫৮টি শেয়ারের দাম পড়ে গিয়েছে। ১১৩টি স্টক অপরিবর্তিত রয়েছে।
লক্ষ্মীবারে লেনদেন শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই দু’টি বাজারের সূচক বেশ কিছুটা নেমে যায়। কিন্তু বেলা ১২টার পর থেকে উপরের দিকে ছুটতে শুরু করে সেনসেক্স এবং নিফটি। দুপুর ৩টে নাগাদ দু’টি বাজারের লেখচিত্রেই পতন দেখা গিয়েছে। একদম শেষে ফের সূচক ঊর্ধ্বমুখী হয়। শেষ বেলায় সূচক না নামলে সেনসেক্স ৮২ হাজার এবং নিফটি ২৫ হাজার ছাড়িয়ে যেত বলে জানিয়েছে অধিকাংশ ব্রোকারেজ ফার্ম।
এ দিন নিফটিতে টিসিএস, ইনফোসিস, টাইটান, ট্রেন্ট এবং ডাঃ রেড্ডিস্ ল্যাবের শেয়ারে লগ্নিকারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। আবার লোকসানের মুখ দেখতে হয়েছে এসবিআই লাইফ ইনশিয়োরেন্স বজাজ অটো, এইচডিএফসি লাইফ, এনটিপিসি এবং গ্রেসিম ইন্ডাস্ট্রিজ়ের স্টকে বিনিয়োগকারীদের। বিএসইতি ছোট এবং মাঝারি পুঁজির সংস্থাগুলির সূচক সামান্য বৃদ্ধি পেয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)