‘নমিনেশন’-এর নতুন বিধি আনল সংশ্লিষ্ট ক্ষেত্রের নিয়ন্ত্রক সেবি। —ফাইল চিত্র।
মূলধনী বাজারের সমস্ত লগ্নির জন্য অর্থাৎ শেয়ার, মিউচুয়াল ফান্ড-সহ সব ক্ষেত্রে ‘নমিনেশন’-এর নতুন বিধি আনল সংশ্লিষ্ট ক্ষেত্রের নিয়ন্ত্রক সেবি। তাদের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রোকার-সহ বাজারের লগ্নিতে অংশগ্রহণকারী বা বিনিয়োগ পরিচালনাকারী প্রতিটি সংস্থাকে বাধ্যতামূলক ভাবে বিনিয়োগে আর্থিক ভাবে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিকে (মূল লগ্নিকারী, যাঁর নামে ডি-ম্যাট অ্যাকাউন্ট আছে) তাঁর নমিনির নাম জানানোর সুযোগ দিতে হবে। একই সঙ্গে অক্ষম লগ্নিকারীর হয়ে সংশ্লিষ্ট সব কাজ করার অনুমতি থাকবে ওই নমিনির।
বিজ্ঞপ্তিতে সেবির দাবি, প্রত্যেক লগ্নিকারীর থেকে খুব নির্দিষ্ট ভাবে তাঁর নমিনির নাম জেনে নিতে হবে। যাতে এক দিকে কোনও ভাবে লগ্নিকারী অক্ষম হলে, তাঁর হয়ে ওই নমিনির লেনদেন চালানোর অধিকার থাকে। অন্য দিকে লগ্নিকারী মারা যাওয়ার পরে তাঁর লগ্নি মাধ্যম ও রিটার্নের টাকা তাঁর হাতে যায়।
সেবির দাবি, ভারতীয় মূলধনী বাজারের সমস্ত রকম লগ্নিতে একই রকম ‘নমিনেশন’ বা নমিনি রাখার নিয়ম আনতে চায় তারা। পাশাপাশি, লগ্নিকারীদের জন্য বিষয়টি সহজ করাও লক্ষ্য। তার জন্যই জারি হল নতুন বিধি।
যৌথ ভাবে লগ্নির ক্ষেত্রে সকলে একসঙ্গে এক জনকে নমিনি করতে পারবেন। যাতে তাঁদের সকলে মারা গেলে ওই নমিনি লগ্নিগুলি নিজের হাতে নিতে পারেন। তবে নমিনির কোনও কাজ বা পদক্ষেপের জন্য লগ্নি পরিচালনাকারী সংস্থা বা ডিপজ়িটরি কাউকেই দায়ী করা যাবে না।