Mazagon Dock Shipbuilders Stock

তিন বছরে ১,৭৩৩% রিটার্ন! বড়দিনের আগে শেয়ার বিভাজনের সুখবর দিল যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থা

চলতি মাসে স্টক বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধজাহাজ নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজ়গাঁও ডক শিপবিল্ডার্স। তিন বছরে ১,৭৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে মাল্টিব্যাগার এই প্রতিরক্ষা স্টক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০
Share:

—প্রতীকী ছবি।

প্রতিরক্ষা স্টকে লগ্নিকারীদের জন্য সুখবর। এ বার স্টক বিভাজনের তারিখ ঘোষণা করল মাজ়গাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। চলতি বছরের ২২ অক্টোবর পরিচালন পর্ষদের বৈঠক শেয়ার বিভাজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

Advertisement

আগামী ২৭ ডিসেম্বর স্টক বিভাজনের তারিখ স্থির করেছে মাজ়গাঁও ডক শিপবিল্ডার্স। ওই দিন ১০ টাকা ফেস ভ্যালুর একটি শেয়ারকে দু’টি ভাগে ভাগ করবে সংশ্লিষ্ট সংস্থা। পাঁচ টাকা ফেস ভ্যালুতে হবে এই বিভাজন।

এর ফলে এ মাসের ২৭ তারিখের আগে ডিম্যাট অ্যাকাউন্টে যে সমস্ত স্টক লগ্নিকারীদের মাজ়গাঁও ডক শিপবিল্ডার্সের শেয়ার রয়েছে, তাঁরা এই বিভাজনের সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে ইতিহাসে প্রথম বার এহেন কর্পোরেট পদক্ষেপ করতে দেখা যাবে। ফলে যুদ্ধজাহাজ নির্মাণকারী কোম্পানিটির স্টককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উৎসাহ। ইতিমধ্যেই এর দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আগামী দিনে যা আরও চড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞেরা।

Advertisement

অতীতে বেশ কয়েক বার লভ্যাংশ দিলেও কখনই স্টক বিভাজন বা বোনাস শেয়ার বিলির কথা ঘোষণা করেনি মাজ়গাঁও ডক। বিশেষজ্ঞদের কথায়, যখন কোনও সংস্থার স্টক দুর্দান্ত পারফর্ম করে, তখনই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট কোম্পানি। শেয়ার বিভাজন হলে তা বিনিয়োগকারীদের কাছে সাশ্রয়ী হয়ে ওঠে। তখনই এতে আরও বাড়তে থাকে লগ্নির অঙ্ক।

চলতি আর্থিক বছরের (২০২৪-২৫) সেপ্টেম্বর ত্রৈমাসিক পর্যন্ত মাজ়গাঁও ডকের ৮৪.৮৩ শতাংশ স্টক রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। গত ১৪ মার্চ মাজ়গাঁও ডকের স্টক পিছু দাম ছিল ১,৭৯৭.১০ টাকা। সেখান থেকে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত ১৭৫ শতাংশ বেড়েছে এর দর। গত ছ’মাসে যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থাটির শেয়ার ৮২ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার, ৪ ডিসেম্বর পাঁচ শতাংশ বেড়ে দিনের মধ্যে সর্বোচ্চ ৪,৯২৫ টাকায় পৌঁছয় এর দাম।

মাল্টিব্যাগার প্রতিরক্ষা স্টকটি তিন বছরে ১,৭৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত দু’বছরে ৪৩৩ শতাংশ লাভ করেছেন লগ্নিকারীরা। আর এক বছরে এর সূচক বেড়েছে ১৪১ শতাংশ। ফ্রিগেট ও ডিজ়েল চালিত ডুবোজাহাজ তৈরিতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার খ্যাতি রয়েছে। বর্তমানে মাজ়গাঁও ডক নির্মিত ছ’টি ‘কালভরি’ শ্রেণির ডুবোজাহাজের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে। অল্প দিনের মধ্যেই সেগুলি হাতে পাবে ভারতীয় নৌসেনা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement