—প্রতীকী চিত্র।
খুচরো মূল্যবৃদ্ধির হার মে মাসে ৪.২৫ শতাংশে নামার খবর ফের ৬৩ হাজারের মাইলফলক পার করে দিল সেনসেক্সকে। জ্বালানি জুগিয়েছে এপ্রিলে শিল্প বৃদ্ধির ৪.২ শতাংশে মাথা তোলাও। মঙ্গলবার ৪১৮ পয়েন্ট লাফিয়ে সূচক উঠেছে ৬৩,১৪৩.১৬ অঙ্কে। যা ছ’মাসে সর্বোচ্চ। গত বছরের ১ ডিসেম্বর প্রথম ৬৩,২৮৪-তে উঠেছিল সেনসেক্স। তার পর আর এতটা ওঠেনি। নিফ্টি-ও থেমেছে প্রায় ১৮,৭২৯-এ।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘সুদ কমানোর জমি তৈরি হচ্ছে। অনেকের ধারণা, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কও ধীরে ধীরে এই রাস্তায় হাঁটবে। ফলে বাজার উৎসাহিত। উত্থানে মদত জুগিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও।’’ এ দিন ১৬৭৭.৬০ কোটি টাকার শেয়ার কিনেছে তারা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়ালের দাবি, ‘‘আর্থিক ক্ষেত্রের প্রায় সব উপাদানই ইতিবাচক অবস্থায় রয়েছে। মূল্যবৃদ্ধির নামছে, শিল্পে উৎপাদন বাড়ছে, আরবিআই সুদ বাড়াচ্ছে না, জিএসটি এবং আগাম আয়কর আদায় বেড়েছে। তাইচাঙ্গা বাজার।’’
তবে বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের দাবি, ‘‘মূল্যবৃদ্ধির হার দেখে দামের আসল অবস্থা বোঝা কঠিন। সুদ দ্রুত চড়িয়ে তাকে নামানো হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় দীর্ঘ মেয়াদে বাগে আনতে সময় লাগবে। মূল্যবৃদ্ধির অন্যতম কারণ পেট্রল-ডিজ়েলের দাম। সেগুলিকে কমাতে হবে। তবে আর্থিক বৃদ্ধির জন্যও পদক্ষেপ জরুরি।’’