Sensex

বাজার এ বার ৪৭ হাজারের দোরগোড়ায় 

কিন্তু এত উঁচু বাজারে সব সময়েই ধস নামার ভয় থাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০৩:৩০
Share:

—প্রতীকী চিত্র।

মাত্র আট দিনে প্রায় হাজার পয়েন্টের কাছাকাছি এগিয়ে সেনসেক্স পৌঁছে গেল ৪৭ হাজারের দোরগোড়ায়। বৃহস্পতিবার সূচকটি ২২৩.৮৮ পয়েন্ট উঠে এই প্রথম থামে ৪৬,৮৯০.৩৪-এ। নিফ্‌টি ১৩,৭৪০.৭০-এ। দু’টিই নতুন শিখরে।

Advertisement

বিশেষজ্ঞেরা বলছেন, আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজ়ার্ভ সুদের হার অপরিবর্তিত রাখায় এবং বেকারত্ব ও মূল্যবৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি চোখে না-পড়া পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বিশ্ব জুড়ে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। ভারতেও তার প্রভাব পড়েছে। কিন্তু এত উঁচু বাজারে সব সময়েই ধস নামার ভয় থাকে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়াল অবশ্য বলছেন, ‘‘ছোট-খাটো সংশোধন হতে পারে। তবে এখনই বড় পতন হবে বলে মনে হয় না।’’

বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খণ্ডেলওয়ালের দাবি, ‘‘লগ্নিকারীদের ধারণা, দেশের অর্থনীতি সব থেকে খারাপ অবস্থাটা দেখে ফেলেছে। এ বার শুরু হবে তার ঘুরে দাঁড়ানোর পালা।’’ বিশেষজ্ঞদের মতে, এই বিশ্বাসে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও টানা লগ্নি করছে ভারতে।গত তিন দিনে ঢেলেছে ৬৮২১ কোটি টাকা। বৃহস্পতিবার ২৩৫৫.২৫ কোটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement