শেষ বার সেনসেক্সকে ৩৯ হাজারের ঘরে দেখা গিয়েছিল বাজেটের দিন। তার পরে মঙ্গলবারই প্রথম ২৩৪.৩৩ পয়েন্ট উঠে তা ফের পা রাখল সেখানে। দাঁড়াল ৩৯,১৩১.০৪ অঙ্কে। এ দিন অবশ্য ডলারের সাপেক্ষে পড়েছে টাকার দাম। এক ডলার ১৭ পয়সা বেড়ে হয় ৬৮.৭১ টাকা। বিশেষজ্ঞদের মতে, সোমবার প্রকাশিত রফতানি ধাক্কা খাওয়ার পরিসংখ্যানের প্রভাব তেমন পড়েনি আজকের বাজারে।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থাগুলির ফলও তেমন ভাল হবে না বলে ধরেই নিয়েছেন লগ্নিকারীরা। ফলে অর্থনীতির উদ্বেগগুলিকে কিছুটা হলেও অগ্রাহ্য করেছে বাজার। উত্থানে ইন্ধন জুগিয়েছে, বন্ড ইল্ড আড়াই বছরে সর্বনিম্ন হওয়ায় পরের ঋণনীতিতে ফের সুদ কমার আশা। ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থাগুলির সমস্যা মেটার আশা।