ছবি: পিটিআই।
বাজেটের আগে শেষ লেনদেনের দিনেও বহু লগ্নিকারী মুনাফার টাকা তুলে নিলেন। বিদেশের শেয়ার বাজারগুলি পতনে ডুবল। ফলে শুক্রবার ভারতে সেনসেক্স নামল আরও ৫৮৮.৫৯ পয়েন্ট। থামল ৪৬,২৮৫.৭৭ অঙ্কে। নিফ্টি ১৮২.৯৫ হারিয়ে ১৩,৬৩৪.৬০-তে। ছ’দিনে দুই সূচকের মোট পতন যথাক্রমে ৩৫০৬.৩৫ এবং ১০১০.১০ পয়েন্ট। বিএসই-তে লগ্নিকারীরা ছ’দিনে হারালেন ১১.৫৭ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। পরের সপ্তাহে বাজার দেখবে বাজেটের প্রভাব।
বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি এ দিন ভারতে শেয়ার বেচেছে ৫৯৩০.৬৬ কোটি টাকার। গত ছ’টি লেনদেনের মধ্যে পাঁচটিতেই মোট ১২,৭২৩ কোটি টাকা তুলে নিয়েছে তারা। দেকো সিকিউরিটিজ়ের কর্ণধার অজিত দে অবশ্য বলছেন, ‘‘এতে ভয় নেই। সংস্থাগুলি গত এক বছরে ১.৬৩ লক্ষ কোটি টাকা ঢেলেছে। সেখানে ১০-১২ হাজার কোটি টাকা তোলা অস্বাভাবিক নয়।’’
ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় কুমার আগরওয়ালের মতে, ‘‘সেনসেক্সের পতন আরও হাজার দুয়েকেই সীমিত থাকবে। তবে সব নির্ভর করছে বাজেট কেমন হয়, তার উপরে।’’