—প্রতীকী ছবি।
রিজ়ার্ভ ব্যাঙ্কের অপরিবর্তিত রেপো রেটও আশা জাগাল না শেয়ার বাজারে। ষষ্ঠীর দিনও পতনের সাক্ষী থাকল বাজার। বুধবার ১৬৭.৭১ পয়েন্ট পড়ে দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক থেমেছে ৮১ হাজার ৪৬৭.১০ পয়েন্টে। নিফটি থেমেছে ২৪৯৮১ পয়েন্টে। বাজার খোলার পরপরই সেনসেক্সের উত্থানে আশাবাদী হয়েছিলেন বিনিয়োগকারীরা। বাজার খোলার সময় ৮১ হাজার ৯৫৪ পয়েন্ট ছিল সূচক। এর পর সপ্তাহের তৃতীয় দিনে প্রায় ৮৫০ পয়েন্ট বৃদ্ধি পেলেও দিনের শেষে সেই বৃদ্ধি ধরে রাখতে পারেনি বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক। টানা পতনের পর মঙ্গলবার একলাফে অনেকটাই বাড়ে শেয়ার সূচক। ২৫ হাজার পয়েন্টের সীমা পেরোয় নিফটিও। ৫৮৫ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক থামে ৮১,৬৩৪.৮১-এ।
বুধবার সকালের বৈঠকে টানা দশম বার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ, আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। বুধবার সকালে এ কথা ঘোষণা করেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এই ঘোষণার পরে বিনিয়োগকারীদের আশা ছিল বাজারের অভিমুখ ঊর্ধ্বগতি হবে। কিন্তু বাজারে সে ভাবে চাঙ্গা না হওয়ায় লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জে সবচেয়ে ভাল মুনাফা করেছে সিপলা। অন্য দিকে লোকসান হয়েছে আইটিসির।