প্রতীকী ছবি।
স্বপ্নের দৌড় যেন থামতেই চাইছে না শেয়ার বাজারের। এ বার ৫২ হাজারের গণ্ডিও টপকে গেল সেনসেক্স, ইতিহাসে প্রথম বার।
করোনার টিকাকরণ চালু হতেই কি এত দিন ধরে ঝিমিয়ে পড়া অর্থনীতি একটু একটু করে চাঙ্গা হচ্ছে? শেয়ার বাজার কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। সেনসেক্স এবং নিফটি এ দিন সর্বকালীন রেকর্ড স্পর্শ করেছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর ত্রৈমাসিকে কর্পোরেট আয় বেড়েছে। তারই ফল হাতেনাতে মিলছে শেয়ার বাজারে।
সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স ৫২ হাজার পয়েন্ট পেরিয়ে যায়। যা এখনও পর্যন্ত রেকর্ড। দিনের শুরুর দিকে ১৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায় নিফটি-ও। একাধিক আর্থিক সংস্থা যেমন, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক-সহ কয়েকটি সংস্থার শেয়ার এ দিন বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ইনফোসিস এবং রিলায়্যান্সের শেয়ারের দামও। পাশাপাশি এশিয়ার বাকি শেয়ার বাজারগুলির সূচকেও এ দিন ঊর্ধ্বগতি নজরে এসেছে। গত এক বছরের মধ্যে এ দিন তেল সংস্থাগুলির শেয়ার সূচকের বৃদ্ধিও আশার আলো দেখাচ্ছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১.১ শতাংশ বেড়েছে যা গত বছর ২২ জানুয়ারির পর সর্বোচ্চ। সোমবার বিএসই-র ২ হাজার ৩৯৬টি শেয়ারের মধ্যে ১ হাজার ৩৯৬টি শেয়ারের দাম বেড়েছে। কমছে ৯৩৭টি শেয়ারের মূল্য।