—প্রতীকী ছবি।
বড়দিনের ঠিক আগের দিন লগ্নিকারীদের হতাশ করল সেনসেক্স ও নিফটি। সপ্তাহের দ্বিতীয় দিনে আশা জাগিয়েও লাভের মুখ দেখাতে ব্যর্থ শেয়ার বাজার। মঙ্গলবার দিনের শেষে নিম্নমুখীই রইল শেয়ারের সূচক। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টকের সূচকে বেশ কিছুটা উত্থান হওয়ার পর বিনিয়োগকারীদের আশা ছিল আজও সেই ধারাই বজায় থাকবে। লগ্নিকারীদের হতাশ করে মঙ্গলবার সেনসেক্স পড়ল ৬৭.৩০ পয়েন্ট। একই দশা নিফটিরও। মঙ্গলবার সূচক চাঙ্গা থাকার বদলে তাতে ২৩.৮৫ পয়েন্ট পতন দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই)।
এ দিন ৭৮,৭০৭.৩৫ পয়েন্টে খোলে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। আর দিনশেষে তা কমে ৭৮,৪৭২.৮৭-এ পৌঁছয়। অর্থাৎ, এই বাজারে সূচক কমেছে ০.০৮৬ শতাংশ। মঙ্গলবার দিনের মধ্যে সর্বোচ্চ ৭৮,৮৭৭.৩৬ পয়েন্টে উঠে যায় সেনসেক্স। অন্য দিকে, একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। এই বাজার বন্ধ হওয়ার সময়ে নিফটি ৫০-এর সূচক থেমেছে ২৩,৭২৭.৬৫ পয়েন্টে। ০.১১ শতাংশ কমেছে এই বাজারের সূচক। দিনের শুরুতে নিফটি দাঁড়িয়েছিল ২৩,৭৬৯.১০ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৮৬৭.৬৫ পয়েন্ট উঠেছিল এই সূচক।
গত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার টানা মোট ৪০৯১.৫৩ পয়েন্ট পড়েছিল সেনসেক্স। সূচক নেমে এসেছিল ৭৮ হাজারের ঘরে (৭৮,০৪১.৫৯)। পাঁচ দিনে বাজার থেকে মুছে গিয়েছিল লগ্নিকারীদের ১৮.৪৩ লক্ষ কোটি টাকার সম্পদ। অবশেষে সোমবার কিছুটা বাড়ার ফলে স্বস্তি ফিরেছিল খানিকটা। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে দীর্ঘ দিন ধরে বাজার পড়তির দিকে থাকায় বহু শেয়ারের দাম কমেছে। তাই সোমবার লগ্নিকারীরা সেগুলি কিনতে শুরু করায় সূচক ওঠে।
ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী এ দিন নিফটিতে সবচেয়ে লাভ করেছে টাটা মোটরস, আদানি, আইটিসি, ব্রিটানিয়া, এনটিপিসি কোল ইন্ডিয়ার শেয়ার। এনএসইতে সর্বাধিক লোকসান হয়েছে পাওয়ার গ্রিড, জেএসডব্লুইউ স্টিল, এসবিআই, টাইটানের শেয়ারগুলিতে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)