ইওনো অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন। ফাইল চিত্র
গত আর্থিক বছরের আয়করের রিটার্ন জমা দেওয়ার সময় এখনও রয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে আয়কর বিভাগ। যাঁরা জমা দেননি তাঁরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-র গ্রাহক হলে বিনা খরচে রিটার্ন জমা দিতে পারেন। শুধু এ বারই নয়, প্রতি বছরই বিনা খরচে অনলাইন রিটার্ন জমার সুযোগ মিলবে। এমনটাই ঘোষণা করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই।
ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে, ইওনো অ্যাপের মাধ্যমে বিনা খরচে রিটার্ন জমা দেওয়া যাবে। একটি টুইটে ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকের কাছে ফর্ম-১৬, সুদ বাবদ আয়ের শংসাপত্র, কর বাঁচাতে বিনিয়োগের প্রমাণ, কাটা যাওয়া আয়করের বিবরণ চাই। সেই সঙ্গে লাগবে আধার এবং প্যান কার্ড।
কী ভাবে রিটার্ন জমা দেওয়া যাবে তা-ও জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। ইওনো অ্যাপে লগ ইন করার পরে মেনু থেকে ‘শপস অ্যান্ড অর্ডার্স’ অপশন বেছে নিতে হবে। এর পরে ‘ট্যাক্স অ্যান্ড ইনভেস্টমেন্টস’ পাতা খুললে সেখানে ‘ট্যাক্সটুইউন’ (Tax2Win) সিলেক্ট করতে হবে। এখানেই বিনা খরচে নিজের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। ব্যাঙ্কের দাবি, এই পদ্ধতিতে রিটার্ন জমা দিলে যেমন প্রয়োজনীয় সংশোধনের সুযোগ পাওয়া যাবে তেমনই আয়কর বিভাগকে দেওয়া অতিরিক্ত করের টাকা দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।