Samsung

এ বার স্যামসাং আনছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার গ্যালাক্সি এ সিরিজ

টিপ্সার আইস ইউনিভার্সিটি জানিয়েছে, এই ফোন অক্টোবর থেকে স্মার্টফোনের বাজার দখল করতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১১:৩০
Share:

স্যামসাং গ্যালাক্সি এ৭০এস মডেলে থাকছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ছবি- টুইটার থেকে সংগৃহীত।

চলতি বছরেই রিয়েলমি এবং শাওমি যে স্মার্টফোন আনতে চলেছে তাতে ব্যবহার করা হবে স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেল আইএসওসেল জিডব্লিউ১ সেন্সর ক্যামেরা। এ বার স্যামসাং তার গ্যালাক্সি এ৭০এস মডেলে ফিচার করতে চলেছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। টিপ্সার আইস ইউনিভার্সিটি জানিয়েছে, এই ফোন অক্টোবর থেকে স্মার্টফোনের বাজার দখল করতে চলেছে।

Advertisement

টিপ্সারের একটি টুইট থেকে জানা গিয়েছে, স্যামসাং তাদের গ্যালাক্সি এ সিরিজের এই নয়া ডিভাইসটি সেপ্টেম্বর অথবা অক্টোবরে আনতে চলেছে। ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা এবং বেশ কিছু নয়া ফিচার থাকবে স্যামসাংয়ের এই নয়া ফোন গ্যালাক্সি এ৭০এস-এ।

স্যামসাং গ্যালাক্সির পূর্ববর্তী মডেল গ্যালাক্সি এ৭০ মডেলটি ৩২ মেগাপিক্সেলের ট্রিপল সেটআপ, ৬.৭ ইঞ্চির সুপার এমওএলইডি ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৭৫ এসওসি প্রসেসরের ফিচার নিয়ে স্মার্টফোনের বাজারে পা রেখেছিল। এ বার গ্যলাক্সির নতুন ফোন ক্যামেরার আপগ্রেড নিয়ে আসবে গ্যালাক্সি এ৭০এস। যদিও এখনও পর্যন্ত এই নয়া ফোনের ক্যামেরা ছাড়া বাকি ফিচারগুলি সম্পর্কে জানানো হয়নি।

Advertisement

আরও পড়ুন: ক্যামেরার জৌলুস বাড়াতে মোবাইলে পরিবর্তন আনছে হুয়াই

আরও পড়ুন: মিডিয়াটেক প্রসেসর দিয়ে রিলায়্যান্স নিয়ে আসছে জিয়ো ফোন ৩

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement