সহারা ফেরাল হোটেল বিক্রির নতুন প্রস্তাব

বিদেশে সহারার তিন হোটেল— নিউ ইয়র্কের পার্ক প্লাজা, ড্রিম ডাউনটাউন ও লন্ডনের গ্রসভেনর হাউজের সিংহভাগ অংশীদারি কেনার জন্য এসেছিল ১৩০ কোটি ডলারের (প্রায় ৮,৮৪০ কোটি টাকা) নতুন প্রস্তাব। পেশ করেছিল জেসদেব সাগর পরিচালিত ব্রিটেনের থ্রি-অ্যাসোসিয়েটস ও পশ্চিম এশিয়ার বিভিন্ন লগ্নিকারীদের এক কনসোর্টিয়াম।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০৩:৩৫
Share:

বিদেশে সহারার তিন হোটেল— নিউ ইয়র্কের পার্ক প্লাজা, ড্রিম ডাউনটাউন ও লন্ডনের গ্রসভেনর হাউজের সিংহভাগ অংশীদারি কেনার জন্য এসেছিল ১৩০ কোটি ডলারের (প্রায় ৮,৮৪০ কোটি টাকা) নতুন প্রস্তাব। পেশ করেছিল জেসদেব সাগর পরিচালিত ব্রিটেনের থ্রি-অ্যাসোসিয়েটস ও পশ্চিম এশিয়ার বিভিন্ন লগ্নিকারীদের এক কনসোর্টিয়াম। কিন্তু ‘কিছু ভুল লোকের ভুল প্রচেষ্টা’ তকমা দিয়ে তা পত্রপাঠ খারিজ করল সহারা। অভিযোগ, এই দর অনেক কম। তবে লগ্নিকারীদের দাবি, প্রস্তাবটি যথেষ্ট নজরকাড়া।

Advertisement

বেআইনি ভাবে তোলা টাকা লগ্নিকারীদের ফেরানো নিয়ে সেবির সঙ্গে মামলা চলছে সহারার। সম্প্রতি জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন কর্তা সুব্রত রায়। টাকা জোগাড়ের চেষ্টা করছেন তিনি। এ অবস্থায় নতুন প্রস্তাবটি প্রসঙ্গে সংস্থার মুখপাত্র বলেন, ‘‘এটি ভিত্তিহীন ও খেলো। বাজার দরের তুলনায় দাম অনেক নীচে।’’ সাগর জানান, দর খারিজের কথা ঠিক মতো জানানো হয়নি। এ নিয়ে অভিযোগ জমা দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement