Arrest

বিমানের সরঞ্জাম পাচারের ছক, শাস্তির মুখে ভারতীয়

১৭ অক্টোবর সঞ্জয় কৌশিক নামে ওই ব্যক্তিকে মায়ামি থেকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০৬:৫৪
Share:

সঞ্জয় কৌশিক নামে ওই ব্যক্তিকে মায়ামি থেকে গ্রেফতার করা হয়। প্রতীকী চিত্র।

রাশিয়ায় বিমান সরঞ্জাম রফতানির অভিযোগে ৫৭ বছরের এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকার বিচার বিভাগ। ১৭ অক্টোবর সঞ্জয় কৌশিক নামে ওই ব্যক্তিকে মায়ামি থেকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

Advertisement

অভিযোগ, সামরিক এবং অসামরিক উভয় প্রকারের সরঞ্জামই বেআইনি ভাবে রাশিয়ায় পাচারের ছক কষেছিল সঞ্জয়। ‘এক্সপোর্ট কন্ট্রোল রিফর্ম অ্যাক্ট’ লঙ্ঘনের জেরে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। পাশাপাশি বেআইনি ভাবে ওরেগন থেকে রাশিয়ায় ‘ফ্লাইট কন্ট্রোল সিস্টেম’ পাচারের অভিযোগও উঠেছে। সমস্ত অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছর জেল এবং ১০ লক্ষ ডলার জরিমানা হতে পারে সঞ্জয়ের।


Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement