কয়েক দিন ধরে প্রায় টানা পতনের পর শুক্রবার অনেকটাই ধুরে দাঁড়াল টাকার দাম। এই দিন লেনদেন শুরুর কিছুক্ষণ পর ডলারের সাপেক্ষে টাকার দাম এক লাফে উঠে যায় ৩০ পয়সা। প্রতি ডলারের দাম গিয়ে দাঁড়ায় ৬৬.৬৩ টাকা। আগের দিনই টাকার দাম ১১ পয়সা পড়ার পর টাকার দাম গত তিন সপ্তাহের মধ্যে সব থেকে নীচে চলে গিয়েছিল। প্রতি ডলারের দাম উঠে গিয়েছিল ৬৬.৯৩ টাকায়।
এক দিকে ভারতের বাজারে শেয়ার বাজারের কিছুটা ঘুরে দাঁড়ান, অন্য দিকে রফতানিকারী এবং ব্যাঙ্কগুলির ডলার বিক্রিই তার দামকে টেনে নামিয়ে টাকার দাম বাড়িয়েছে বলে বিদেশি মুদ্রার বাজার সূত্রের খবর।