রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০। ছবি টুইটার থেকে নেওয়া।
আত্মপ্রকাশের কথা ছিল এ বছরের শুরুতেই। কিন্তু করোনা অতিমারি জন্য ভেস্তে যায় সেই পরিকল্পনা। অবশেষে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড আনল মিটিওর ৩৫০। শুক্রবার তা লঞ্চ হতেই আগ্রহ তৈরি করেছে বাইকপ্রেমীদের মধ্যে।
থান্ডারবার্ড ৩৫০ বাইকটির বদলি হিসাবেই মিটিওর ৩৫০ বাজারে আনল রয়্যাল এনফিল্ড। শুক্রবার থেকেই বুকিং শুরু হয়েছে মিটিওরের। শো-রুমের পাশাপাশি রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও করা যাচ্ছে বুকিং। ৩৪৯ সিসি ইঞ্জিনের এই বাইকে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। সামনে ও পিছনে দুটি চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক।
মিটিওরের তিনটি মডেল ভারতের বাজারে এনেছে রয়্যাল এনফিল্ড। ফায়ারবল, স্টেলার এবং সুপারনোভা। ফায়ারবল মডেলের শো-রুমের দাম ১ লক্ষ ৭৫ হাজার টাকা। স্টেলার মডেলটির দাম ১ লক্ষ ৮১ হাজার টাকা। মিটিওর ৩৫০ সুপারনোভার দাম ১ লক্ষ ৯০ হাজার টাকা।