Business News

ফের রেপো রেট কমাতে পারে আরবিআই, আশায় শিল্পমহল

গত মাসে কর্পোরেট কর কমানোর পরে শিল্পমহলে উৎসাহ বাড়লেও তার প্রভাবে শিল্পক্ষেত্র চাঙ্গা হতে আরও সময় লাগবে। এই পরিস্থিতিতে রেপো রেট না কমালে এমনকি, অপরিবর্তিত রাখলেও শিল্পমহলের আস্থা ফেরানো মুশকিল হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ১৪:৪৪
Share:

ফের রেপো রেট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

ফের রেপো রেট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। এই সপ্তাহের শেষেই ফের আর্থিক নীতি ঘোষণা করবে শীর্ষ ব্যাঙ্ক। তখনই ২৫ বেসিস পয়েন্ট বা .২৫ শতাংশ রেপো রেট কমানোর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর সেটা হলে এক বছরে টানা পাঁচ বার রেপো রেট কমানোর নজির তৈরি হবে। আর্থিক বৃদ্ধিতে গতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সর্বোপরি শিল্পে গতি আনতে আরবিআই এই পদক্ষেপ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

কর্পোরেট করে ব্যাপক ছাড়ের ঘোষণার পরেও আর্থিক বৃদ্ধি আশানুরূপ নয়। মুদ্রাস্ফীতিতেও লাগাম পরানো যায়নি। গত মাসে কর্পোরেট কর কমানোর পরে শিল্পমহলে উৎসাহ বাড়লেও তার প্রভাবে শিল্পক্ষেত্র চাঙ্গা হতে আরও সময় লাগবে। এই পরিস্থিতিতে রেপো রেট না কমালে এমনকি, অপরিবর্তিত রাখলেও শিল্পমহলের আস্থা ফেরানো মুশকিল হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। এই সব কারণেই ফের এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারে আরবিআই।

রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেটাই রেপো রেট। রেপো রেট কমানোর অর্থ বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ঋণদানের ক্ষমতা বাড়বে। ফলে সাধারণ মানুষের হাতে নগদের জোগান বাড়ে এবং ক্রয়ক্ষমতা বাড়ে। এই রেপো রেট সাধারণত ২৫ বেসিস পয়েন্টই কমায় আরবিআই। কিন্তু অগস্টেই কার্যত সেই রীতি ভেঙে এক ধাক্কায় ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেয় রেপো রেট। বর্তমানে এই রেপো রেট ৫.৪০। আরও ২৫ বেসিস পয়েন্ট কমালে সেটা দাঁড়াবে ৫.১৫ শতাংশে।

Advertisement

কিন্তু তার পরেও আশানুরূপ বৃদ্ধি হয়নি বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সেই কারণেই ফের রেপো রেট কমানোর সিদ্ধান্ত হতে পারে, মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়েস ব্যাঙ্কের যুক্ত অর্থনীতিবিদ যুবিকা ওবেরয়ের মতে, ‘‘মুদ্রাস্ফীতি মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় আর্থিক বৃদ্ধিতে গতি আনতে ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট কমাতে পারে আরবিআই।’’

অন্য অর্থনীতিবিদরা এতটা আশাবাদী না হলেও রেপো রেট কমানোর পক্ষেই মত দিচ্ছেন তাঁরাও। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের প্রেসিডেন্ট শান্তি একাম্বরম বলেন, ‘‘আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলে দামে অস্থিরতার জেরে মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়বেই।’’ সেটা নিয়ন্ত্রণে রাখতেই রেপো রেট ২০ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমানোর পথে হাঁটতে পারে আরবিআই, মত একাম্বরমের।

https://www.anandabazar.com/topic/repo-rate

https://www.anandabazar.com/topic/reserve-bank

আরও পড়ুন: ৩৭০ বিলোপের পরে ভারতে জঙ্গিহানা হতে পারে, উদ্বিগ্ন অনেকে, জানাল আমেরিকা

আরও পড়ুন: সহবাগ হয়ে উঠলেন রোহিত! টেস্টে ওপেন করতে নেমেই সেঞ্চুরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement