ওভারড্রাফ্‌ট অ্যাকাউন্টে সপ্তাহে তোলা যাবে ৫০ হাজার

ধার শোধে বাড়তি সময় ৬০ দিন

গত ৮ নভেম্বর নোট বাতিলের ফরমানের পরে এক দিন বন্ধ ছিল ব্যাঙ্কের দরজা। খুলেছিল ১০ তারিখ। তারপর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সব মিলিয়ে লেনদেন কেমন দাঁড়িয়েছে, বিবৃতিতে তা জানাল রিজার্ভ ব্যাঙ্ক:নগদের অভাবে নাজেহাল মানুষকে সামান্য স্বস্তি দিতে ধার শোধের জন্য ৬০ দিন বাড়তি সময় দিল রিজার্ভ ব্যাঙ্ক। একই সঙ্গে, নগদের জোগান কিছুটা বাড়ানোর চেষ্টা হয়েছে ছোট শিল্প ও ব্যবসায়ীদের হাতে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০৩:০৩
Share:

নগদের অভাবে নাজেহাল মানুষকে সামান্য স্বস্তি দিতে ধার শোধের জন্য ৬০ দিন বাড়তি সময় দিল রিজার্ভ ব্যাঙ্ক। একই সঙ্গে, নগদের জোগান কিছুটা বাড়ানোর চেষ্টা হয়েছে ছোট শিল্প ও ব্যবসায়ীদের হাতে। ওভারড্রাফ্‌ট ও ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে তাঁদের টাকা তোলার সাপ্তাহিক সীমা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার।

Advertisement

নোটের অভাবে আমজনতার জীবন যে জেরবার, তা আঁচ করেই প্রায় প্রতিদিন কিছু-না-কিছু নিয়ম শিথিলের কথা ঘোষণা করছে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক। সেই ধারা বজায় রেখে সোমবার এক বিবৃতিতে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, যে-সমস্ত গৃহঋণ, গাড়িঋণ, কৃষিঋণ এবং অন্যান্য ধার ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শোধ করার কথা, তা মেটাতে ৬০ দিন বাড়তি সময় দেওয়া হবে। তবে তার সর্বোচ্চ অঙ্ক হতে পারবে ১ কোটি টাকা। তাদের দাবি, ব্যাঙ্ক, ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি), এমনকী ক্ষুদ্র-ঋণ সংস্থার কাছে এক কোটির কম ধার নেওয়া সকলেই এতে উপকৃত হবেন।

ডিএইচএফএলের সিইও হর্ষিল মেটার মতে, অনেকেরই কিস্তি দেওয়ার সময় মাসের প্রথমার্ধে। এই সিদ্ধান্তে তাঁরা কিছুটা হাঁফ ছাড়বেন।

Advertisement

নোটের টানাটানির এই বাজারে ছোট শিল্প ও ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দিতে কারেন্ট অ্যাকাউন্টে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়িয়ে সপ্তাহে ৫০ হাজার করার কথা জানিয়েছিল কেন্দ্র। ওই একই লক্ষ্যে এ দিন ওভারড্রাফ্‌ট ও ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সাপ্তাহিক টাকা তোলার সীমাও বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার। তবে শর্ত হল, সেই অ্যাকাউন্ট অন্তত তিন সপ্তাহের পুরনো হতে হবে। আর মূলত ছোট শিল্পের কথা ভেবেই যেহেতু এই সিদ্ধান্ত, তাই ওই ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্টে এই সুবিধা মিলবে না।

মূলত ব্যবসার প্রয়োজনে কারেন্ট, ওভারড্রাফ্‌ট বা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট খোলে ছোট শিল্প। এর মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে শুধু নিজেদের জমা রাখা টাকা থেকে নগদ তোলা যায়। কিন্তু বাকি দু’টি থেকে তা আগাম তোলার সুবিধা মেলে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছোট ও মাঝারি শিল্পের সংগঠন ফসমি-র অন্যতম সদস্য হেমন্ত সারাওগি বলেন, ‘‘কারেন্ট অ্যাকাউন্টের মতো এ ক্ষেত্রেও ৫০ হাজার তোলার সুযোগ পেলে সুবিধা হবে। কারেন্ট অ্যাকাউন্টে নিজেদের টাকাই থাকে। কিন্তু ওভারড্রাফ্‌ট বা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টে ঋণ পাওয়া যায়। তাতে ব্যবসায় নগদের জোগান বাড়বে।’’ তবে কলকাতায় খেতান অ্যান্ড কোম্পানিজের সিনিয়র পার্টনার এন জি খেতানের মতে, ‘‘ছোট ও ক্ষুদ্র সংস্থার চাহিদা কম। কিন্তু একটি বড় সংস্থা চালাতে অনেক বেশি নগদ লাগে। বাজারে নগদ বাড়ন্ত। তাই এই অল্প টাকায় তাদের সমস্যার সুরাহা খুব একটা হবে না।’’

• ব্যাঙ্কগুলিতে পুরনো পাঁচশো ও হাজারের নোট মোট জমা পড়েছে ৫ লক্ষ ১২ হাজার কোটি টাকার • ৩৩ হাজার কোটি টাকার বাতিল নোট সরাসরি বদলে নিয়েছেন সাধারণ মানুষ • দুই মিলিয়ে মোট অচল নোট জমা পড়েছে প্রায় ৫ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার • এই সময়ে কাউন্টার ও এটিএম মিলিয়ে ব্যাঙ্কগুলি থেকে মোট টাকা তোলার অঙ্ক ১ লক্ষ ৩ হাজার কোটি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement