গ্রাফিক: শৌভিক দেবনাথ
লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘর্ষের পর জুনেই টিকটক, উইচ্যাট-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপের উপরে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। তার পরে ব্যবহারকারীদের ফোনে ওই অ্যাপগুলি অফলাইন হয়ে যায়। এ বার সূত্র উদ্ধৃত করে বিভিন্ন মহলে দাবি করা হল, টিকটকের ভারতীয় ব্যবসায় বিনিয়োগের জন্য গত মাসের শেষে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ওই ভিডিয়ো অ্যাপের মূল সংস্থা বাইটড্যান্স। দুই সংস্থাই অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে জল্পনা শুরু হয়েছে, তবে কি ভারতীয় লগ্নিকারীর হাত ধরে নেটিজ়েনদের মোবাইলে ফিরে আসবে টিকটক?
তথ্যের নিরাপত্তাকে কারণ হিসেবে দেখিয়ে চিনা মোবাইল অ্যাপের বিরুদ্ধে সম্প্রতি কড়া পদক্ষেপ করেছে আমেরিকাও। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে টিকটক নিষিদ্ধ করছে তারা। সে দেশে মাইক্রোসফটের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বাইটড্যান্স। টিকটক কেনার ব্যাপারে টুইটারও আগ্রহ প্রকাশ করেছে বলে খবর। এরই মধ্যে বৃহস্পতিবার ভেসে উঠল মুকেশ অম্বানীর সংস্থার নাম। ভারতে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২০ কোটি। আর আমেরিকায় ১৭ কোটি। এই দুই দেশে ব্যবসা বন্ধ হয়ে গেলে বড় ক্ষতির মুখে পড়বে বাইটড্যান্স। সে কারণেই বিভিন্ন দেশে বিনিয়োগকারী খুঁজতে শুরু করেছে তারা।