রিয়েলমি এক্স এবং রিয়েলমি ৩ আই
ভারতের বাজারে এসেছে বেশিদিন হয়নি মোবাইল প্রস্তুতকারী সংস্থা ‘রিয়েলমি’। চিনা কোম্পানি ওপো-র সঙ্গে গাঁটছড়া বেঁধে যাত্রা শুরু করলেও অন্য এক বহুজাতিক সংস্থার রোষানলে পড়ে কিছুদিনের মধ্যেই নানা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে এই কোম্পানিটি। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স আর উন্নতমানের প্রযুক্তির জন্য খুব কম সময়ের মধ্যেই ভারতের বাজার দখল করে নেয় এই ব্র্যান্ডটি।
আবার নতুন চমক আনছে তাঁরা। জুলাই মাসেরই ৮ তারিখ কোম্পানির সিইও মাধব শেঠ তাঁর টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই রিয়েলমি এক্স এর পাশাপাশি ভারতে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ফোন ‘রিয়েলমি ৩ আই’। তবে সঙ্গে এও জানিয়েছিলেন, এই স্মার্টফোনের সঠিক দাম ও ফিচার জানার জন্য অপেক্ষা করতে হবে চলতি মাসেরই ১৫ তারিখ অবধি।
আপাতত অপেক্ষার অবসান। অবশেষে সামনে এল রিয়েলমি এক্স এবং রিয়েলমি ৩ আই–এর দাম। কোম্পানির তরফে জানানো হয়েছে, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রিয়েলমি এক্স পাওয়া যাবে ১৬ হাজার ৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম এর ক্ষেত্রে তা মিলবে ১৯ হাজার ৯৯৯ টাকায়। অন্যদিকে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত রিয়েলমি ৩ আই-এর দাম ধার্য হয়েছে মাত্র ৭ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রিয়েলমি ৩ আই পাওয়া যাবে ৯ হাজার ৯৯৯ টাকায়।
আরও পড়ুন: ইলেকট্রিক বাইকের দুনিয়া কি বদলে দেবে হার্লে-ডেভিডসনের নতুন বাইক!
দেখা নেওয়া যাক নতুন এই ফোন দুটিতে কী কী ফিচার থাকছে-
রিয়েল মি এক্স–এ রয়েছে, ৬.৫৩ইঞ্চির এফএইচডি স্ক্রিন। থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়েলমির রিসার্চ বলছে কোনও ব্যক্তি যদি দিনে গড়ে ৫০টি করেও ছবি তোলেন তবুও প্রায় ১০ বছর এই সেলফি ক্যামেরাটি নিয়ে চিন্তা করতে হবে না। থাকছে দুটি রিয়ার ক্যামেরা যার একটি ৪৮ মেগাপিক্সেল এবং অপরটি ৫ মেগাপিক্সেল যুক্ত।এ ছাড়াও থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৩ হাজার ৭৬৫ এমএএইচ ব্যাটারি-লাইফ।
অন্যদিকে, ‘রিয়েলমি ৩ আই’-এ থাকছে ৬.২ ইঞ্চির এইচডি স্ক্রিন। এই ফোনেও থাকছে দুটি রিয়ার ক্যামেরা যার একটি ১৩ মেগাপিক্সেল এবং অন্যটি ২ মেগাপিক্সেল যুক্ত। এই ফোনে থাকবে মাইক্রো এসডি কার্ডের জায়গাও। থাকছে ডুয়েল ভোল্ট–এর ব্যবস্থাও যা এর আগে এই দামের অন্য কোনও স্মার্টফোনে পাওয়া যায়নি বলেই কোম্পানির দাবি।
আরও পড়ুন: বিএসএনএল ব্রডব্যান্ড রির্চাজে এবার মিলবে বছরভর আমাজন প্রাইমের সুবিধা
কোম্পানির সূত্রে জানানো হয়েছে, ১৮ জুলাই ফ্লিপকার্টের ‘হেট টু ওয়েট’ সেলে সন্ধ্যা ৮টা থেকে পাওয়া যাবে রিয়েলমি এক্স। অফিশিয়াল সাইটে মিলবে চলতি মাসের ২৪-এর দুপুর ১২টার পর থেকে। রিয়েলমি ৩ আই’ পাওয়া যাবে ২৩ জুলাই থেকে। মিলবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি-র অফিশিয়াল ওয়েবসাইটে।
কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে নয়া এই দুই ফোন? উত্তরের অপেক্ষায় গ্যাজেট প্রেমিরা।