তথ্য ভাণ্ডার কত দূর, খোঁজ শীর্ষ ব্যাঙ্কের

দিল্লির দাবি, দেশের মধ্যেই সংস্থাগুলির তথ্য ভাণ্ডার থাকলে তাতে নজরদারিতে সুবিধা হয়। সুবিধা মেলে তদন্তের প্রয়োজনেও। সেই কারণেই ভারতে সার্ভারের পক্ষপাতী তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৯ ০০:৩৫
Share:

গত বছর এপ্রিলেই আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য ভিসা, মাস্টারকার্ডের মতো বিদেশি সংস্থাগুলিকে ভারতেই নিজস্ব সার্ভারে মজুত করে রাখার কথা বলেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ছ’মাসের মধ্যে তা কার্যকর করার কথাও ওই সময় বলা হয়েছিল। কিন্তু সেই কাজ এখনও পর্যন্ত সে ভাবে এগোয়নি বলে খবর। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি শীর্ষ ব্যাঙ্ক খতিয়ে দেখবে বলে মঙ্গলবার জানিয়ে দিল কেন্দ্র।

Advertisement

ক্রেডিট কার্ড-সহ অন্যান্য আর্থিক পরিষেবা দেয় এমন বহুজাতিক সংস্থাগুলি সাধারণত তাদের গ্রাহকদের যাবতীয় তথ্য বিদেশে নিজেদের সার্ভারেই রাখে। আলাদা করে ভারতের মতো কোনও দেশে সেই তথ্য মজুত করতে গেলে নতুন বিনিয়োগের দরকার হয়। তাই অনেক সময় তা এড়িয়ে যায় তারা। কিন্তু দিল্লির দাবি, দেশের মধ্যেই সংস্থাগুলির তথ্য ভাণ্ডার থাকলে তাতে নজরদারিতে সুবিধা হয়। সুবিধা মেলে তদন্তের প্রয়োজনেও। সেই কারণেই ভারতে সার্ভারের পক্ষপাতী তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement