Paytm Payments Bank

লেনদেনের সময়সীমা বৃদ্ধি ১৫ দিন! পেটিএম সম্পর্কে বিজ্ঞপ্তি রিজ়ার্ভ ব্যাঙ্কের! কী রয়েছে নয়া নির্দেশে?

কোনও গ্রাহকের বেতন যদি পেটিএম ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়, তা হলে ১৫ মার্চের আগে বিকল্প খুঁজে নিতে পরামর্শ দিয়েছে আরবিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৭
Share:

— প্রতীকী ছবি।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ভারতের শীর্ষ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছিল, আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। তবে সেই সময়সীমা ১৫ দিনের জন্য বৃদ্ধি করেছে আরবিআই। গ্রাহকরা ১৫ মার্চ পর্যন্ত পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাসট্যাগে টাকা জমা দিতে বা ক্রেডিটে লেনদেন চালিয়ে যেতে পারবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে আরবিআই। জানিয়েছে, পেটিএম ব্যাঙ্কে জমা টাকা আগামী ১৫ মার্চের মধ্যে তুলে নেওয়া যাবে। গ্রাহকরা যাতে পেটিএমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্বিঘ্নে টাকা তুলতে পারেন, সেই ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে আরবিআই।

Advertisement

পাশাপাশি, কোনও গ্রাহকের বেতন যদি পেটিএম ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়, তা হলে ১৫ মার্চের আগে বিকল্প খুঁজে নিতে পরামর্শ দিয়েছে আরবিআই। ১৫ মার্চের আগে বিকল্প খুঁজে না নিলে অসুবিধায় পড়তে পারেন গ্রাহকেরা।

শীর্ষ ব্যাঙ্ক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, নির্দিষ্ট ক্ষমতা প্রয়োগ করে ২৯ ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর কিছু ব্যবসায়িক সীমাবদ্ধতা এনেছিল আরবিআই। তবে বৃহত্তর জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গ্রাহকেরা যাতে বিকল্প ব্যবস্থা করতে পারেন তার জন্য বেশি সময় প্রয়োজন বলেও বিবেচনা করেছে আরবিআই।

Advertisement

তবে ১৫ মার্চের পর নতুন করে আমানত গ্রহণ করতে পারবে না পেটিএমের ব্যাঙ্কিং পরিষেবা। দিতে পারবে না প্রিপেড, ওয়ালেট, ফাসট্যাগ-সহ বিভিন্ন পরিষেবা। তবে সুদ বা রিফান্ড যে কোনও সময় জমা হতে পারে। তবে আগে থেকে ব্যাঙ্কের সেভিংস ব্যাঙ্ক, কারেন্ট অ্যাকাউন্ট বা ফাসট্যাগের টাকা কোনও বিধিনিষেধ ছাড়াই ব্যবহার করা যেতে পারে। চালু থাকবে পেটিএমের ইউপিআই পরিষেবাও।

আরবিআই আরও জানিয়েছে, পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের নোডাল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। তবে কোনও ক্ষেত্রেই তা ২৯ ফেব্রুয়ারির পরে হতে পারে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement