পুঁজির অভাবে ব্যবসার ঝাঁপ বন্ধ হওয়া বা চাষের জমি জলের দরে বিকিয়ে দেওয়া ঠেকাতে বদ্ধপরিকর কেন্দ্র। সেই কারণেই গত বাজেটে ছোট ব্যাঙ্ক বা ‘স্মল ফিনান্স ব্যাঙ্ক’ গড়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তারই জেরে বুধবার সারা দেশে ১০টি বেসরকারি আর্থিক সংস্থাকে এ ধরনের ব্যাঙ্ক চালু করার অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক।
আরবিআইয়ের প্রিন্সিপাল চিফ জেনারেল ম্যানেজার আলপনা কিলাওয়ালা এক বিবৃতিতে জানিয়েছেন, স্মল ফিনান্স ব্যাঙ্ক খোলার লাইসেন্স দেওয়া নিয়ে নির্দেশিকা মেনেই এই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্যিক ব্যাঙ্কের জন্য চালু নিয়মের আওতায়ই আসবে স্মল ব্যাঙ্ক। নগদ জমার অনুপাত (সিআরআর) ও বিধিসম্মত জমার অনুপাত (এস এল আর)-ও বজায় রাখতে হবে একই হারে। ছোট ব্যাঙ্ক খুলতে ন্যূনতম মূলধন লাগবে ১০০ কোটি টাকা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে চাই কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা। তারা মূলত ধার দেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, ছোট ব্যবসায়ী ও অসংগঠিত শিল্প ক্ষেত্রকে। তবে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এই অনুমোদন আগামী ১৮ মাসের জন্য বহাল থাকবে। তার মধ্যে সংস্থাগুলি রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সব শর্ত পূরণ করতে পারলে তবেই ব্যাঙ্ক খোলা যাবে। তার আগে পর্যন্ত পূর্ণাঙ্গ লাইসেন্স হাতে পাবে না ওই ১০টি সংস্থা, যাদের অনেকগুলিই ক্ষুদ্র-ঋণ ব্যবসায় যুক্ত।
আবেদনকারী ৭২টি সংস্থার মধ্যে যে ১০টি সংস্থা এ দিন ব্যাঙ্ক খোলার প্রাথমিক অনুমতি পেয়েছে, সেগুলি হল: বেঙ্গালুরুর উজ্জীবন ফিনান্সিয়াল সার্ভিসেস ও জনলক্ষ্মী ফিনান্সিয়াল, জলন্ধরের ক্যাপিটাল লোকাল এরিয়া ব্যাঙ্ক, জয়পুরের এইউ ফিনান্সিয়ার্স, আমদাবাদের দিশা মাইক্রোফিন, চেন্নাইয়ের ইকুইটাস হোল্ডিংস এবং ইএসএএফ মাইক্রোফিনান্স, গুয়াহাটির আরজিভিএন (উত্তর-পূর্ব) মাইক্রোফিনান্স, নভি মুম্বইয়ের সূর্যোদয় মাইক্রোফিনান্স এবং বারাণসীর উৎকর্ষ মাইক্রোফিনান্স।
বিদেশি মালিকানার ক্ষেত্রে বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কের নিয়মই খাটবে। সে ক্ষেত্রে ৭৪% পর্যন্ত বিদেশি অংশীদারি রাখতে পারবে তারা। এ প্রসঙ্গে উজ্জীবন ফিনান্সিয়ালের এমডি-সিইও শমিত ঘোষ জানান, তাঁদের বিদেশি মালিকানা বদলাতে হবে।
প্রসঙ্গত, গত মাসেই ১১টি সংস্থাকে পেমেন্টস ব্যাঙ্ক খোলার অনুমতি দিয়েছে আরবিআই। আর পূর্ণাঙ্গ ব্যাঙ্ক খোলার লাইসেন্স পেয়েছে বন্ধন ব্যাঙ্ক এবং আই ডি এফ সি। পেমেন্টস ব্যাঙ্কগুলিরও লক্ষ্য প্রত্যন্ত প্রান্তে পরিষেবা জোগানো। তবে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জমা নিতে পারলেও ধার দিতে পারবে না তারা। সে দিক থেকে ছোট ব্যাঙ্ক খোলা বেশি লাভজনক হবে, ধারণা সংশ্লিষ্ট মহলের।
স্মল ফিনান্স ব্যাঙ্ক কী?
• টাকা জমা নিতে, ধার দিতে অনুমতি
• ঋণের ৭৫ শতাংশই অগ্রাধিকার ক্ষেত্রকে
• ঋণের অন্তত অর্ধেকই ২৫ লক্ষ টাকা বা তার কম অঙ্কের
• জোর ছোট ব্যবসায়ী, চাষিকে ঋণে
• ব্যাঙ্কবিহীন অঞ্চলে অন্তত ২৫টি শাখা