রিজ়ার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্র। —ফাইল চিত্র।
নীতির ব্যাপারে পূর্বসূরিদের অনুসরণ করলেও, শুধু ধারাবাহিকতা বজায় রাখাতেই আটকে থাকতে চান না রিজ়ার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্র। বুধবার দায়িত্ব নিয়ে সাংবাদিক বৈঠকে তাঁর বার্তা, শীর্ষ ব্যাঙ্ককে সতর্ক থাকতে হবে। মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জের। মূল্যবৃদ্ধির কথা উল্লেখ না করলেও, এ ক্ষেত্রে মানুষের মধ্যে আস্থা বাড়ানো, আর্থিক বৃদ্ধিতে গতি আনা ও আর্থিক স্থিতিশীলতায় নজর দেওয়ার কথা বলেছেন তিনি। বৃদ্ধির হার যখন ধাক্কা খাচ্ছে ও মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিচ্ছে, তখন নতুন গভর্নরের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের।
আজ মলহোত্র বলেন, ‘‘সচেতন থাকতে হবে যে, নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বাজায় রাখতে গিয়ে যেন তাতেই আটকে না থাকি। তাই সব সময় সতর্ক থেকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।’’ পাশাপাশি, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখায় জোর দেওয়ার কথাও জানান তিনি। বলেন, রিজ়ার্ভ ব্যাঙ্কের ঐতিহ্য মেনে বিভিন্ন ক্ষেত্রের নিয়ন্ত্রক, কেন্দ্র ও রাজ্যের সঙ্গে আলোচনা করেই এগোবেন তাঁরা।