Rajasthan

ব্যাঙ্ক নোটের প্রসেসিং কেন্দ্র রাজস্থানে

শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এই প্রসেসিং কেন্দ্রে নতুন তৈরি নোট তো রাখা হবেই। পাশাপাশি, সেগুলি বিভিন্ন ইসু অফিসে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৫:১৪
Share:

—ফাইল চিত্র

কেন্দ্র থেকে শুরু করে রিজ়ার্ভ ব্যাঙ্ক, দেশে ডিজিটাল লেনদেন বাড়ানোয় জোর দিচ্ছে সকলেই। কিন্তু পরিসংখ্যান বলছে, ২০০১ সালের মার্চ থেকে ২০১৯-এর মার্চ পর্যন্ত বাজারে ছাড়া নোটের সংখ্যা বেড়েছে তিনগুণ। আর ছাপা নোটের সংখ্যা চারগুণ বেড়েছে। বিভিন্ন মহলের মতে, আগামী ক’বছরে এই দুই সংখ্যাই আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে এ বার রাজস্থানের জয়পুরে স্বয়ংক্রিয় ব্যাঙ্ক নোটের প্রসেসিং কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এ জন্য পরামর্শ দিতে বিভিন্ন পরামর্শদাতা সংস্থার থেকে আগ্রহপত্র চেয়েছে তারা।

Advertisement

শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এই প্রসেসিং কেন্দ্রে নতুন তৈরি নোট তো রাখা হবেই। পাশাপাশি, সেগুলি বিভিন্ন ইসু অফিসে পাঠানোর ব্যবস্থাও করা হবে। তার সঙ্গে এখানে বিভিন্ন ব্যাঙ্কের শাখা এবং কারেন্সি চেস্ট থেকে আসা নোট বাছাই করে ভাল নোট ফের লেনদেনের জন্য বাজারে ছাড়া এবং বাতিল হওয়া নোট নষ্টও করা হবে। এই পুরো কাজটাই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement