—প্রতীকী চিত্র।
ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আরবিআই অনুমোদিত নেটওয়ার্ক হল মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, রুপে ও ডাইনার্স ক্লাব। এই সব সংস্থা কার্ডে টাকা মেটানোর বৈদ্যুতিন পরিকাঠামো দেয়। তবে গ্রাহক কার কার্ড ব্যবহার করবেন, তা নির্ভর করে ব্যাঙ্ক ও কার্ড মঞ্জুরকারী আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর। কারণ, তাদের সঙ্গে চুক্তি হয় কার্ড নেটওয়ার্কগুলির। এই পরিস্থিতি বদলাতে গ্রাহকদের কার্ড নেটওয়ার্ক বাছাইয়ের সুযোগ করে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। বুধবার আরবিআই বিজ্ঞপ্তিতে বলেছে, পাঁচ সংস্থার মধ্যে পছন্দেরটি বাছার স্বাধীনতা গ্রাহককে দিতে হবে। বিজ্ঞপ্তিটি জারির ছ’মাসের মধ্যে কার্যকর করতে হবে নির্দেশ।
শীর্ষ ব্যাঙ্কের দাবি, দেখা গিয়েছে বহু ক্ষেত্রে নেটওয়ার্কগুলির সঙ্গে মঞ্জুরকারী সংস্থার চুক্তি গ্রাহকের স্বার্থ রক্ষা করছে না। তাই এই পদক্ষেপ। তবে যে সব ব্যাঙ্ক ১০ লক্ষ বা তার কম ক্রেডিট কার্ড মঞ্জুর করেছে, তাদের ক্ষেত্রে নির্দেশ প্রযোজ্য নয়। যে নেটওয়ার্ক সংস্থা নিজেরা কার্ড আনে, তারাও এর আওতায় আসবে না।
বিশেষজ্ঞদের দাবি, এই ব্যবস্থায় ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারের শর্ত বা বার্ষিক চার্জ ঠিক করার ক্ষেত্রে নেটওয়ার্কগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়বে। লাভবান হবেন গ্রাহক। স্টেট ব্যাঙ্ক বলেছে, তারা তিনটি নেটওয়ার্কের মধ্যে যে কোনও একটি বাছার সুযোগ দেয় গ্রাহককে।