ফাইল চিত্র।
প্রথম অর্থবর্ষে দেশের জিডিপি মুথ থুবড়ে পড়ার খবরের দিনেই বাজারে নগদের উপর চাপ কমাতে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক।
শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ব্যাঙ্কগুলিকে রেপো রেটে মেয়াদি ঋণ দেবে তারা। এর আগে ব্যাঙ্কগুলি যে ঋণ নিয়েছে, মেয়াদের আগে তা শোধও করতে পারবে। লেনদেনের মোট অঙ্ক ১ লক্ষ কোটি টাকা। কয়েক দিন আগেই রেপো রেটে ব্যাঙ্কগুলিকে ঋণ দিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। কিন্তু সেই সময়ে সুদ ছিল ৫.১৫%। আর এখন ৪%। আগে নেওয়া সেই ঋণ মেয়াদের আগেই শোধ করে নতুন হারে ব্যাঙ্কগুলিকে ঋণ নেওয়ার সুযোগ করে দিচ্ছে শীর্ষ ব্যাঙ্ক। তাতে ব্যাঙ্কের হাতে বাড়তি নগদ আসবে, গুনতে হবে কম সুদও। এর পাশাপাশি, দু’দফায় বাজারে ২০,০০০ কোটি টাকার সরকারি ঋণপত্র কেনাবেচা করবে রিজার্ভ ব্যাঙ্ক।