উজ্জ্বলা যজ্ঞ কি জলেই!

কর্নাটকের কোপ্পালে ২৫,০০০ সাধারণ ও উজ্জ্বলা গ্রাহকের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, গ্রামীণ পরিবারে বছরে গড়ে ৫টি সিলিন্ডার লাগতে পারে। কিন্তু উজ্জ্বলায় মাত্র ৭% ৫টি বা তার বেশি কিনছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ০৬:০২
Share:

প্রতীকী ছবি।

নিজেদের অন্যতম সাফল্য হিসেবে বরাবর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা ফলাও করে তুলে ধরে মোদী সরকার। অথচ ফের প্রশ্নের মুখে পড়েছে সেই প্রকল্পই। আন্তর্জাতিক এক সমীক্ষা বলেছে, বহু গ্রাহক ওই সংযোগ নেওয়ার পরেও কাঠে রান্না করছেন। যা এই প্রকল্পের ব্যর্থতাকেই তুলে ধরে। উজ্জ্বলা এই সংশয়ে বিদ্ধ হয়েছে আগেও। খোদ সিএজি রিপোর্ট বলেছে, বহু গ্রাহক প্রকল্পে নিয়মিত সিলিন্ডার কেনেন না। প্রশ্ন উঠেছে, আদৌ কি এতে কোনও লাভ হয়েছে?

Advertisement

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার গবেষক-সহ একদল সমীক্ষকের ওই রিপোর্টে বলা হয়েছে, প্রকল্প চালুর প্রথম ৪০ মাসে ৮ কোটি পরিবারে এলপিজি সংযোগ পৌঁছেছে। কিন্তু তাঁদের দাবি, শুধু এতেই প্রকল্প সফল বলা যায় না। গবেষক অভিষেক কর বলছেন, ‘‘উজ্জ্বলা বহু ক্রেতাকে সহজে আকর্ষণ করলেও, পরে অনেকেই নিয়মিত সিলিন্ডার কেনেননি।’’ তাঁদের দাবি, এর কারণ, দাম। সংযোগ নেওয়ায় কিছু আর্থিক সুবিধা ছিল। কিন্তু সিলিন্ডারে ভর্তুকি মেলে বাকিদের মতোই। প্রথমে বাজারদরে কিনতে হয়, পরে ভর্তুকি মেলে। ফলে সিলিন্ডারের অর্থ জোগাড়ে সমস্যায় পড়েন গ্রাহকেরা। সংশ্লিষ্ট মহলের অবশ্য দাবি, সাধারণ গ্রাহকদের চেয়ে এখন উজ্জ্বলায় বেশি ভর্তুকি দিচ্ছে কেন্দ্র।

কর্নাটকের কোপ্পালে ২৫,০০০ সাধারণ ও উজ্জ্বলা গ্রাহকের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, গ্রামীণ পরিবারে বছরে গড়ে ৫টি সিলিন্ডার লাগতে পারে। কিন্তু উজ্জ্বলায় মাত্র ৭% ৫টি বা তার বেশি কিনছেন। বছর পাঁচেক ধরে সাধারণ গ্রাহকদেরও ৪৫% বছরে পাঁচটির বেশি সিলিন্ডার কিনছেন। সমীক্ষকদের দাবি, দেশের অন্যত্রও প্রকল্পের ছবিটা এমনই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement