প্রতীকী ছবি
দেশের আটটি মূল পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন যে মে মাসেও আগের বছরের তুলনায় অনেকখানি বাড়বে সেটা জানাই ছিল। কারণ, গত বছর মে মাস কেটেছে লকডাউনে। করোনাকে রুখতে সমস্ত কাজ-কারবার স্তব্ধ হয়েছিল। শূন্যের অনেক নীচে তলিয়ে যাওয়া সে বারের উৎপাদনের (-২১.৪%) নিরিখে এই মে-তে তাই বৃদ্ধির হার ১৬.৮%।
বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোপণ্য, ইস্পাত, সিমেন্ট, বিদ্যুতের উৎপাদন বেড়েছে চোখে পড়ার মতো। তবে বাস্তব হল, গত বছর সবক’টি ক্ষেত্রই অনেকখানি করে কমেছিল। বরং বিশেষজ্ঞেরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা যে পরিকাঠামোতেও ভাল রকমই লেগেছে এবং ১৬.৮% বৃদ্ধি দেখে যে স্বস্তি পাওয়ার কারণ নেই সেটা স্পষ্ট এপ্রিলের তুলনায় উৎপাদন কমার পরিসংখ্যানে।
মূল আটটি পরিকাঠামোর সার্বিক উৎপাদন এপ্রিলে প্রায় ৬১% বেড়েছিল। উপদেষ্টা সংস্থা ইক্রা-র মুখ্য অর্থনীতিবিদ অদিতি নায়ারের দাবি, এপ্রিলের থেকে বৃদ্ধির হার মে মাসে এতটা নেমেছে কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে বিভিন্ন রাজ্যে ফের বিধিনিষেধ কায়েম হওয়াতেই। এমনকি এপ্রিলে যে শিল্প বৃদ্ধির হার ছিল ১৩৪.৪%, তা পরিকাঠামোর হাত ধরে মে মাসে ২০-২৫ শতাংশে নামতে পারে।