Mine

বিনিয়োগে কাঁটা আইন, কেন্দ্রের নীতি

অস্ট্রেলিয়ার সংস্থা মিনারেল টেকনোলজিসের আঞ্চলিক ম্যানেজার গ্লেন ডিকোস্টা বলেন, চাইলেও অনেকেই পুঁজি ঢালতে সাহস করে এগিয়ে আসে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ০৭:২০
Share:

প্রতীকী ছবি।

দেশের আইন এবং সরকারের নীতিই ভারতে খনি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আসার পথে প্রধান বাধা। সম্প্রতি এই অভিযোগ তুলেছেন বিদেশি খনি সংস্থার কর্তারা। কলকাতায় খনি সংক্রান্ত এক আলোচনাসভায় সম্প্রতি ভারতে অস্ট্রেলিয়ার সংস্থা মিনারেল টেকনোলজিসের আঞ্চলিক ম্যানেজার গ্লেন ডিকোস্টা বলেন, ‘‘উন্নত মানের প্রযুক্তি ব্যবহারের জন্য খরচ বেশি পড়ে। কিন্তু এ দেশে প্রকল্পের বরাত দেওয়া হয় সেই সংস্থাকেই, যারা সব থেকে কম টাকায় কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দরপত্র পেশ করে। এটা কাজের মান ঠিক রাখার ক্ষেত্রে অনেক সময়েই বাধা হয়ে দাঁড়ায়।’’

Advertisement

সেই সঙ্গে ডিকোস্টার আরও অভিযোগ, খনি ক্ষেত্রে দীর্ঘমেয়াদে লগ্নি করার জন্য সংশ্লিষ্ট দেশে স্থায়ী সরকারি নীতি থাকা জরুরি। কিন্তু ভারতের খনি শিল্পে এমন নীতির অভাব রয়েছে। তাঁর দাবি এর ফলে চাইলেও অনেকেই পুঁজি ঢালতে সাহস করে এগিয়ে আসে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement