দাওয়াই নিয়ে সরকারকে তোপ প্রিয়ঙ্কার

দেশে বৃদ্ধি ৫ বছরের তলানিতে। চাহিদা নেই গাড়ি, ভোগ্যপণ্যের। গাড়ি শিল্পে প্রায় ৩.৫ লক্ষ চাকরি যাওয়ার অভিযোগ উঠেছে। ১০ লক্ষ কাজ যাওয়ার ভয় রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ০১:৫৬
Share:

কেন্দ্রকে আক্রমণ প্রিয়ঙ্কার। —ফাইল চিত্র।

অর্থনীতিকে চাঙ্গা করতে শুক্রবার নানা পদক্ষেপের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তা নিয়ে রবিবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। টুইটে কংগ্রেসের সাধারণ সম্পাদকের অভিযোগ, ‘‘আর্থিক সঙ্কটের সমাধান করার নামে বিজেপি সরকার কৌশলে সংবাদমাধ্যমকে ব্যবহার করছে।’’
তাঁর মতে, কেন্দ্রের উচিত পুরো অবস্থা স্পষ্ট করে জানানো। চাকরি যাতে না-যায়, তা নিশ্চিত করা। উদ্যোগপতি, সংস্থাগুলিকে ভরসা জোগানো। কাজ তৈরির জন্য লগ্নিতে উৎসাহ দেওয়া।

Advertisement

দেশে বৃদ্ধি ৫ বছরের তলানিতে। চাহিদা নেই গাড়ি, ভোগ্যপণ্যের। গাড়ি শিল্পে প্রায় ৩.৫ লক্ষ চাকরি যাওয়ার অভিযোগ উঠেছে। ১০ লক্ষ কাজ যাওয়ার ভয় রয়েছে। এই অবস্থায় অর্থনীতির হাল ফেরাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অবিলম্বে ৭০,০০০ কোটি টাকা ঢালা, এফপিআইদের শেয়ারে মূলধনী লাভকরে সারচার্জ তোলা, গাড়ি শিল্পে সুবিধার মতো পদক্ষেপ করেছে কেন্দ্র। এই প্রসঙ্গে প্রিয়ঙ্কার দাবি, কেন্দ্রের উচিত অর্থপূর্ণ পদক্ষেপ করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement