আচমকাই চাহিদা কমে গিয়েছে রুপোর। আর তার জেরে হুড়মুড়িয়ে পড়ে গিয়েছে তার দাম। শনিবার কলকাতায় প্রতি কিলোগ্রামে দর কমেছে ৯৫০ টাকা। ফলে রুপোর বাট ও খুচরো রুপো, দু’টিই চলে গিয়েছে ৪২ হাজার টাকার নীচে। দাঁড়িয়েছে যথাক্রমে কিলোগ্রাম পিছু ৪১,৬৫০ ও ৪১,৭৫০ টাকায়। দিল্লিতে রুপোর বাটের দাম কমেছে কিলোগ্রামে ৮০০ টাকা। থিতু হয়েছে ৪১,৭৫০ টাকায়। সোনার দামও এ দিন কমেছে। তবে তা সামান্যই।
ব্যবসায়ীমহলের মতে, এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে রুপো কিছুটা দুর্বল। এ দিন সেখানে তা ১.৫৪% নেমে হয় আউন্স পিছু ১৭.৯৬ ডলার। তার উপর দেশীয় শিল্পে ও পণ্যের আগাম লেনদেনের বাজারেও ধাতুটির চাহিদা এখন কম। আর এই সবের ধাক্কায়ই দেশের বাজারে এতটা নেমে গিয়েছে রুপোর দর। তবে রুপোর মুদ্রা আগের দিনের তুলনায় বাড়ে-কমেনি। দিল্লির বাজারে ১০০টি কয়েনের ক্রয়মূল্য এ দিনও ছিল ৭১,০০০ টাকা আর আর বিক্রয়মূল্য ৭২,০০০ টাকা।
এ দিকে, শনিবার কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা সোনার দাম আগের দিনের থেকে ৭৫ টাকা প়ড়ে দাঁড়ায় ২৯,২২০। গয়নার সোনাও ৭৫ টাকা পড়ে হয়েছে ২৭,৭২০ টাকা।