আশঙ্কা ছিল এপ্রিলে ১.৩৫% সঙ্কোচনের পরে মে মাসেও সরাসরি কমবে শিল্পোৎপাদন। তার জায়গায় অন্তত তা ১.২% বৃদ্ধির মুখ দেখল ওই মাসে। মূল কারণ, দীর্ঘ মেয়াদে ব্যবহারযোগ্য ভোগ্যপণ্যের উৎপাদন বৃদ্ধি। তবে এরই মধ্যে অস্বস্তি বাড়িয়ে়ছে খুচরো মূল্যবৃদ্ধি। মূলত ডাল, সব্জির মতো খাদ্যপণ্যের দাম বাড়ায় জুনে তা হয়েছে ৫.৭৭%। ২২ মাসে যা সর্বোচ্চ। ফলে আশঙ্কা, আগামী ঋণনীতিতে সুদ না-ও কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।