ভিন রাজ্যে চিঠি, পার্সেল-সহ ডাক পাঠাতে এত দিন রেল বা বিমানই ভরসা ছিল ডাক বিভাগের। কিন্তু এখন অনেক সময়ই রেলের পুরো কামরা মেলে না। অন্য দিকে, সংলগ্ন রাজ্যে বিমান চলাচলও প্রয়োজনের তুলনায় কম। সব মিলিয়ে কলকাতা থেকে ভুবনেশ্বর, পটনা বা গুয়াহাটিতে যে ডাক পাঠানোর কথা, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য কলকাতায় তার একাংশ জমে যাওয়ায় প্রাপকের হাতে পৌঁছতে দেরি হয়। তাই এ বার সড়কপথেও ডাক বিলির বন্দোবস্ত করছে ডাক বিভাগ। সিদ্ধান্ত অনুসারে, তিনটি রুটে ওই ডাক বিলি হবে। কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে গুয়াহাটি, খড়্গপুর হয়ে ভুবনেশ্বর এবং ধানবাদ হয়ে পটনা। দৈনিক তিনটি গাড়ি যাতায়াত করবে।
সম্প্রতি জিপিওতে ওই পরিষেবার সূচনা করেন ডাক বিভাগের সদস্য (অপারেশন্স) অরুন্ধতী ঘোষ, চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কল) গৌতম ভট্টাচার্য প্রমুখ। গৌতমবাবুর দাবি, দু’একটি শহরে পরীক্ষামূলক ভাবে তা চালু হলেও, বাণিজ্যিক ভাবে ওই ব্যবস্থা প্রথম শুরু হল কলকাতা থেকেই। তিনি জানান, ডাকের সংখ্যা বাড়লেও রেলের কামরায় এখন জায়গা কমায় অনেক সময় ডাকের একাংশ জমে থাকছে। তাই এই বিকল্প ব্যবস্থা।