প্রতীকী ছবি।
উৎসবের মরসুম পেরোলে করোনা সংক্রমণ আরও বাড়ার ভয় রয়েছে। আশ্বাসের বার্তা দিতে তাই করোনা কবচ এবং করোনা রক্ষক স্বাস্থ্য বিমায় পুনর্নবীকরণ-সহ বাড়তি সুবিধা আনল নিয়ন্ত্রক আইআরডিএ। সেগুলির মধ্যে রয়েছে—
• পলিসি দু’টির নবীকরণ করানো যাবে চালু পলিসির মেয়াদ শেষের আগেই।
• নবীকরণের পরে চিকিৎসার খরচ পেতে নতুন করে আর ১৫ দিন অপেক্ষা করতে হবে না। নতুন পলিসির কিনলে যা বাধ্যতামূলক।
• নবীকরণের সময়ে বিমার অঙ্ক বাড়ানো যাবে। কিন্তু বর্ধিত অঙ্কে ১৫ দিন অপেক্ষার শর্ত প্রযোজ্য হবে।
• ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত পলিসি পুনর্নবীকরণ করা যাবে।
• কোনও বিরতি না-দিয়ে একই সংস্থার মধ্যে প্রকল্প বদলানো যাবে (মাইগ্রেশন)। এক সংস্থা থেকে অন্য সংস্থার করোনা পলিসি বা অন্য যে কোনও স্বাস্থ্য বিমা কেনা যাবে (পোর্টেবিলিটি)। তাতে ১৫ দিন অপেক্ষার শর্ত নতুন করে বসবে না।
• কেউ গ্রুপ ইনশিওরেন্সে থাকলেও অন্য সংস্থায় ব্যক্তিগত পলিসি নিতে পারবেন।
উল্লেখ্য, করোনা কবচে এই রোগের চিকিৎসার খরচ মেলে। করোনা রক্ষক পলিসিতে রোগ হলেই মেলে এককালীন টাকা। দু’টি পলিসিই তিনটি মেয়াদের ৩.৫ মাস, ৬.৫ মাস, ৯.৫ মাস। বিমার অঙ্ক ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা।