Provident Fund

দুর্ঘটনায় মৃত্যুতে দ্রুত মেটাতে হবে পিএফ  

পশ্চিমবঙ্গের আঞ্চলিক পিএফ কমিশনার নবেন্দু রাই বলেন, ‘‘পিএফের আওতায় যত সংস্থা রয়েছে, তাদের অধিকাংশই কলকারখানা নির্ভর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৬:২৪
Share:

প্রতীকী ছবি

কারখানায় দুর্ঘটনায় কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর প্রভিডেন্ট ফান্ডের টাকা যাতে পরিবারের সদস্যেরা দ্রুত হাতে পান, সে ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য আঞ্চলিক পিএফ দফতরগুলিকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। নির্দেশে বলা হয়েছে, এই ধরনের ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে সক্রিয় হতে হবে সংশ্লিষ্ট দফতর এবং অফিসারদের। এমনকি সংবাদমাধ্যমে খবর পেলেও মৃতের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে।

Advertisement

পশ্চিমবঙ্গের আঞ্চলিক পিএফ কমিশনার নবেন্দু রাই বলেন, ‘‘পিএফের আওতায় যত সংস্থা রয়েছে, তাদের অধিকাংশই কলকারখানা নির্ভর। এ ক্ষেত্রে (দুর্ঘটনায় মৃত্যু) আমরা সব সময়েই দ্রুত সক্রিয় হই। কেন্দ্রীয় পিএফ দফতর আমাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে।’’ পিএফ দফতর সূত্রের খবর, মৃতের পরিবারের সদস্যেরা যাতে তহবিলের দাবি সংক্রান্ত ফর্ম ও কাগজপত্র দ্রুত জমা দিতে পারেন, তার জন্য তাঁদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement