Petrol price

পেট্রল-ডিজেলের দাম এখনও পর্যন্ত সর্বোচ্চ, বাড়ল টানা ৪ দিন

চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫২
Share:

শুক্রবার দেশের তেল বিক্রয়কারী সংস্থাগুলি জ্বালানীর দাম প্রতি লিটারে প্রায় ৩০ পয়সা করে বাড়িয়েছে। প্রতীকী ছবি।

দেশের মেট্রো শহরগুলিতে পেট্রল-ডিজেলের দাম ফের ঊর্ধ্বমুখী। এই নিয়ে টানা চার দিন কলকাতা-সহ ওই শহরগুলিতে জ্বালানীর দাম বাড়ল। শুক্রবার এর দাম এখনও পর্যন্ত সবচেয়ে বেশি হয়েছে।

Advertisement

শুক্রবার দেশের তেল বিক্রয়কারী সংস্থাগুলি জ্বালানীর দাম প্রতি লিটারে প্রায় ৩০ পয়সা করে বাড়িয়েছে। ফলে শুক্রবার সকাল থেকে কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৮৯.৪৪ টাকা। অন্য দিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৮১.৯৬ টাকা। দিল্লিতে ২৯ পয়সা বেড়ে ১ লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮৮.১৪ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। শুক্রবার তা বিক্রি হচ্ছে লিটার প্রতি ৭৮.৩৮ টাকায়। মুম্বইতে ১ লিটার পেট্রলের দাম হয়েছে ৯৪.৬৪ টাকা এবং ওই একই পরিমাণ ডিজেল কিনতে খরচ করতে হচ্ছে ৮৫.৩২ টাকা। এই তিন শহরের পাশাপাশি দেশের অন্য মেট্রো শহর চেন্নাইতে প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯০.৪৪ ও ৮৩.৫২ টাকা।

দেশের সবচেয়ে বড় তেল বিক্রয়কারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এ দেশে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তার আগে মাসখানেক তেলের দরে কোনও হেরফের হয়নি। বিশ্ব জুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়ার জন্য এ দেশের জ্বালানীর দাম বেড়েছে। পাশাপাশি, বিদেশি মুদ্রা বিনিময়মূল্যে ওঠানামার উপর নির্ভর করে তেলের দাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement