—প্রতীকী চিত্র।
ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) হিসেবে কাজ করার লাইসেন্স পেয়েছে রাজ্যের পিয়ারলেস। সংস্থাটি জানিয়েছে, ব্যবসা বাড়াতে আগামী তিন বছরে ১০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে তারা।
পিয়ারলেস এত দিন রেসিডুয়ারি নন-ব্যাঙ্কিং কোম্পানি (আরএনবিসি) হিসেবে ব্যবসা করত। গোষ্ঠীর চেয়ারম্যান পার্থসারথি ভট্টাচার্য বলেন, ‘‘আগে আমাদের ৮০% টাকাই স্থায়ী আয়ের ঋণপত্রে লগ্নি করতে হত। এনবিএফসি তকমার ফলে এখন থেকে আমরা ইচ্ছা মতো শেয়ার, ঋণপত্রেও লগ্নি করতে পারব। পুঁজি ঢালা যাবে পিয়ারলেস জেনারেল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্সের (পিজিআইএফ) শাখা সংস্থাগুলিতেও।’’ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় জানান, তাঁদের প্রস্তাবিত লগ্নির বেশিরভাগটাই খরচ হবে স্বাস্থ্য পরিষেবা এবং আবাসন ব্যবসায়। তাঁর কথায়, “পিয়ারলেস হাসপাতাল সম্প্রসারণে আমরা ৬০০ কোটি টাকা লগ্নি করব। ওই হাসপাতালের সংলগ্ন জায়গায় অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে পিয়ারলেস হাসপাতালে শয্যার সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৮০০।’’ জয়ন্তবাবু জানান, আবাসন ব্যবসায় ঢালা হবে ৪০০ কোটি টাকা। সেই ব্যবসা সরাসরি পরিচালনা করবে পিজিআইএফ। সারা দেশে পিয়ারলেসের হোটেলগুলিকে অত্যাধুনিক করে তোলার পরিকল্পনা করা হয়েছে বলে জানান সংস্থার ডিরেক্টর সুপ্রিয় সিংহ।
পার্থবাবু জানান, ২০২৫-২৬ সালের মধ্যে পিয়ারলেসকে ১০০০ কোটি টাকার সংস্থায় পরিণত করাই তাঁদের লক্ষ্য। গত অর্থবর্ষে (২০২২-২৩) গোষ্ঠীর মোট আয় দাঁড়িয়েছে ৬৩৫ কোটি টাকা। বৃদ্ধি ২২%। মুনাফার অঙ্ক ১৯৬ কোটি। গোষ্ঠীর প্রতিটি সংস্থাই মুনাফা করেছে।