PC Chandra Group

পিসি চন্দ্র গোষ্ঠীর উদ্যোগ, রাজ্যের ৫৩ জন কৃতী মাধ্যমিক পরীক্ষার্থীকে দেওয়া হল মেধাবৃত্তি

বিগত ১০ বছর ধরে কৃতী পড়ুয়াদের উৎসাহ দিতে মেধাবৃত্তি দিচ্ছে পিসি চন্দ্র গোষ্ঠী। একাদশতম বর্ষে রাজ্যের প্রতিটি জেলা থেকে মোট ৫৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৪
Share:

পিসি চন্দ্র গোষ্ঠীর উদ্যোগে কৃতী মাধ্যমিক পরীক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠান। বুধবার পিসি চন্দ্র গার্ডেন্সে। ছবি: পিসি চন্দ্র গোষ্ঠী।

রাজ্যের ৫৩ জন কৃতী মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিল পিসি চন্দ্র গোষ্ঠী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কলকাতার পিসি চন্দ্র গার্ডেনে একটি অনুষ্ঠানে কৃতী পড়ুয়াদের হাতে ‘জহরলাল চন্দ্র স্মারক মেধাবৃত্তি’ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী তথা ক্যালকাটা উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইন্দ্রাণী সেন এবং পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয়কুমার চন্দ্র।

Advertisement

প্রসঙ্গত, বিগত ১০ বছর ধরে কৃতী পড়ুয়াদের উৎসাহ দিতে মেধাবৃত্তি দিচ্ছে এই প্রখ্যাত অলঙ্কার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। একাদশতম বর্ষে রাজ্যের প্রতিটি জেলা থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপক ৫৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হল। মাধ্যমিকে সাফল্য লাভ করা ওই পড়ুয়াদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

পিসি চন্দ্র গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রতিভাবান পড়ুয়াদের উৎসাহ দিতে এবং শিক্ষার সম্প্রসারণে প্রতিষ্ঠানের সঙ্কল্পের কথা মাথায় রেখেই তাদের এই উদ্যোগ। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সংস্থার তরফে উদয়কুমার বলেন, “আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জহরলাল চন্দ্রের জন্মদিনে কৃতী পড়ুয়াদের পাশে দাঁড়াতে পেরে আমরা সম্মানিত। আমরা পিসি চন্দ্র পরিবারের সদস্যেরা তাঁর মূল্যবোধ, নিষ্ঠাকে স্মরণ করছি।” প্রসঙ্গত, শিক্ষা এবং সমাজকল্যাণ বিষয়ক নানা কাজে অগ্রণী ভূমিকায় দেখা যায় পিসি চন্দ্র গোষ্ঠীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement