সত্য নাদেলা। ছবি-এএফপি।
অতিমারির জেরে বিশ্ব অর্থনীতি সাময়িক থমকে যাওয়ার বিরূপ প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। তবে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন মনে করেন, এই পরিস্থিতিতে নতুন সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। তাকে কাজে লাগাতে সরকার এবং শিল্পকে এক সঙ্গে কাজ করতে হবে। একই সুরে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার মত, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি ক্ষেত্র জোট বেঁধে কাজ করেই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
বণিকসভা ফিকির সম্মেলনে চন্দ্রশেখরন জানান, বিশ্বের সরবরাহ ব্যবস্থা এত দিন আমেরিকা এবং চিনের উপরে বেশি নির্ভরশীল ছিল। অতিমারির পরে সরবরাহের ঝুঁকি কমাতে চেষ্টা করছে দেশগুলি। এই অবস্থায় ভারতকেও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হতে হবে। নাদেল্লা জানান, ভারতীয় সরকারি কর্মচারীর সন্তান হিসেবে তিনি জানেন এ দেশে সরকারি প্রতিষ্ঠানের শক্তি কতটা। অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে তাকে কাজে লাগাতে হবে।