নির্মলাকে কটাক্ষ চিদম্বরমের

অনেকের মতে, কাফে কফি ডের কর্ণধার ভি জি সিদ্ধার্থ মৃত্যুর আগে আয়কর দফতরের হেনস্থার অভিযোগ করেছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৯ ০৫:২৯
Share:

—ফাইল চিত্র।

যাঁরা সম্পদ তৈরি করেন, তাঁদের সন্দেহের চোখে না-দেখা ও উপযুক্ত সম্মান দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদীর করা সেই বক্তব্যকে সমর্থন করেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তথা আয়কর দফতরকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। শুক্রবার তিনি বলেন, ‘‘আমার আশা, অর্থমন্ত্রী এবং তাঁর অধীনে থাকা আয়কর কর্তা ও তদন্তকারীরা প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট শুনতে পেয়েছেন।’’

Advertisement

অনেকের মতে, কাফে কফি ডের কর্ণধার ভি জি সিদ্ধার্থ মৃত্যুর আগে আয়কর দফতরের হেনস্থার অভিযোগ করেছিলেন। ‘আয়কর-সন্ত্রাসের’ অভিযোগ করেছেন বায়োকন কর্ণধার কিরণ মজুমদার শ’ ও ইনফোসিসের প্রাক্তন কর্তা মোহনদাস পাইও। এই প্রেক্ষিতে ঘরোয়া আলোচনায় রাজস্ব আদায়ের বিপুল লক্ষ্য ও তা পূরণ করতে গিয়ে কর হেনস্থার কথা তুলেছে শিল্পের আরও অনেকে। আজ মোদীর বক্তব্যকে সমর্থন করে আদতে সেই ‘কর-সন্ত্রাসের’ বিরুদ্ধেই তোপ দেগেছেন চিদম্বরম, বলছেন তাঁরা।

উল্লেখ্য, নিজেই দেশে আয়কর দফতরের ‘সন্ত্রাসের’ অভিযোগ শোনার কথা বলেছেন নির্মলা। তার পরে বুধবার আয়কর দফতর বলেছে, স্বচ্ছতা আনতে ১ অক্টোবর থেকে করদাতাদের পাঠানো সব চিঠিতে নির্দিষ্ট নম্বর থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement