Coca-Cola Recalls Can

ঠান্ডা পানীয়ে মিশে থাকতে পারে প্লাস্টিক! ১০ হাজার ক্যান প্রত্যাহার করল কোকা-কোলা

ঠান্ডা পানীয়ে প্লাস্টিকের টুকরো মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিপাকে কোকা-কোলা। রাতারাতি বাজার থেকে ১০ হাজার ক্যান প্রত্যাহার করল এই মার্কিন বহুজাতিক সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৫:২১
Share:
Coca Cola

—প্রতীকী ছবি।

ঠান্ডা পানীয়ে মিশে থাকতে পারে প্লাস্টিকের অতি সূক্ষ্ম টুকরো। সেই খবর কানে যেতেই বড় পদক্ষেপ করল কোকা-কোলা। ১০ হাজারের বেশি ক্যান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এই মার্কিন বহুজাতিক সংস্থা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ক্যানগুলি ইতিমধ্যেই আমেরিকার ইলিনয় এবং উইসকনসিন স্টেটের খুচরো বিক্রেতাদের মধ্যে বিলি করা হয়ে গিয়েছিল।

Advertisement

চলতি বছরের ৬ মার্চ থেকে ঠান্ডা পানীয় ভর্তি ক্যান বাজার থেকে প্রত্যাহার শুরু করেন কোকা-কোলা কর্তৃপক্ষ। সম্প্রতি, ওই ক্যানগুলিতে প্লাস্টিকের টুকরো ঢুকে থাকতে পারে বলে সতর্কবার্তা পায় ঠান্ডা পানীয় সংস্থাটির একটি বটলিং প্ল্যান্ট। এর পরই সেগুলি বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ২০ মার্চের মধ্যে ৮৬৪টি ক্যানভর্তি প্যাকেট বাজার থেকে তুলে নেয় কোকা-কোলা। এই প্যাকটগুলির প্রতিটিতে ১২টি করে ক্যান ছিল বলে জানা গিয়েছে। আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) এই ঘটনাকে ‘ক্লাস টু’ শ্রেণির ঘটনা বলে চিহ্নিত করেছে।

Advertisement

কোকা-কোলার ক্যানের ঠান্ডা পানীয়ে প্লাস্টিকের টুকরো মিশে থাকলে, তা যে শারীরিক ভাবে ক্ষতি করতে, তাতে কোনও সন্দেহ নেই। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এফডিএ। তাদের রিপোর্টেও এর উল্লেখ রয়েছে। তবে ক্যানের কোকা-কোলা পানের পর কোন ব্যক্তির অসুস্থতার খবর পাওয়া যায়নি।

অন্য দিকে এই ঘটনার পর ক্রেতাদের সতর্ক করেছে মার্কিন প্রশাসন। আর তাই ঠান্ডা পানীয়ের ক্যান হাতে নিয়ে তার লেবেল এবং ব্যাচ নম্বর পরীক্ষা করতে বলা হয়েছে। মূলত এই সমস্যা ‘কোকা-কোলা অরিজিনাল’ ব্র্যান্ডের ক্যানে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্লাস্টিক দূষণ ঠিক কী ভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement