সম্প্রতি সাধারণ মোবাইল ফোনে ইউপিআই পরিষেবা (ইউপিআই ১২৩পে) চালু করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। তাতেও ইন্টারনেট ছাড়াই ফিচার ফোন থেকে ডিজিটাল লেনদেন করা যাবে।
ফাইল চিত্র।
স্মার্টফোন বা ইন্টারনেটের সংযোগ না-থাকলেও চলবে। সাধারণ (ফিচার) মোবাইল ফোন থেকেই এ বার রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পরে তার দাম মেটাতে পারবেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসিএল) গ্রাহকেরা। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির দাবি, আলট্রাক্যাশ টেকনোলজ়িসের সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করেছে।
বিপিসিএল জানিয়েছে, সাধারণ ফোন থেকে গ্রাহকেরা ০৮০৪৫১৬৩৫৫৪ নম্বরে ফোন করে নির্দিষ্ট নিয়ম মেনে সিলিন্ডার বুক করার পরে সেই পরিষেবাতেই ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষিত ভাবে দাম মেটাতে পারবেন। সব ক্ষেত্রেই কথায় (ভয়েস বেস্ড) নির্দেশ আসবে। ফলে বিশেষ করে গ্রামীণ এলাকায় সংস্থাটির প্রায় চার কোটি গ্রাহক উপকৃত হবেন বলে দাবি সংস্থার। সংস্থার এগ্জ়িকিউটিভ ডিরেক্টর সন্তোষ কুমারের মতে, ভারতে এখনও বহু মানুষ সাধারণ মোবাইল ফোন ব্যবহার করেন। বহু ক্ষেত্রে অনেকের নেট পরিষেবা থাকে না। এই পরিষেবা আনুষ্ঠানিক ভাবে বাজারে আনার আগের এক মাসে ১৩ হাজারেরও বেশি ভারত গ্যাসের গ্রাহক এক কোটি টাকার বেশি লেনদেন করেছেন বলে দাবি সংস্থার।
সম্প্রতি সাধারণ মোবাইল ফোনে ইউপিআই পরিষেবা (ইউপিআই ১২৩পে) চালু করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। তাতেও ইন্টারনেট ছাড়াই ফিচার ফোন থেকে ডিজিটাল লেনদেন করা যাবে।