Nokia

পাঁচ ক্যামেরা নিয়ে চমকে দিতে আসছে নোকিয়া, দাম...

সংস্থার অফিশিয়াল টুইটারে নোকিয়া ৯ –এর টিজার প্রকাশ পাওয়ায় ভারতের বাজারে যে এই ফোন খুব শীঘ্রই আসবে, তা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে নোকিয়া প্রস্তুতকারক সংস্থা এইচএমডি গ্লোবাল ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কিছু জানাননি। টুইটটিতে বলা  হয়েছে, “এ বার সেরা ছবিটি পেয়ে যান ৫টি ছবির সংমিশ্রণে। নোকিয়া ৯ পিওর ভিউ নিয়ে আসছে আল্টিমেট ফোকাল লেন্থ কন্ট্রোল।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ১২:২৫
Share:

নোকিয়া পেনটা ক্যামেরা ফোন। ছবি- টুইটার।

বহু প্রতীক্ষার পর এই বছরের প্রথমার্ধে বার্সেলোনায় নোকিয়া ৯ পিওর ভিউ লঞ্চ করেছিল। তারপর থেকেই ভারতে কবে এই ফোন আসবে তার জল্পনা চলছিল। কিন্তু মিলছিল না কোনও সঠিক তথ্য। ফোনটির আকর্ষণীয় ফিচারের জন্যই ক্রেতাদের মধ্যে এত উৎসাহ ছিল। সেই উৎসাহ ও চাহিদা পূরণ করতে অবশেষে ভারতে আসছে নোকিয়া ৯ পিওর ভিউ।

Advertisement

সংস্থার অফিশিয়াল টুইটারে নোকিয়া ৯ –এর টিজার প্রকাশ পাওয়ায় ভারতের বাজারে যে এই ফোন খুব শীঘ্রই আসবে, তা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে নোকিয়া প্রস্তুতকারক সংস্থা এইচএমডি গ্লোবাল ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কিছু জানাননি। টুইটটিতে বলা হয়েছে, “এ বার সেরা ছবিটি পেয়ে যান ৫টি ছবির সংমিশ্রণে। নোকিয়া ৯ পিওর ভিউ নিয়ে আসছে আল্টিমেট ফোকাল লেন্থ কন্ট্রোল।”

এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর ৫টি ক্যামেরা। তবে শুধু এতেই চমক শেষ হয়ে যাচ্ছে না। এই ক্যামেরার বিশেষত্ব হল, ছবি তোলার সময় ৫টি ক্যামেরাই এক সঙ্গে চালু হবে এবং ৫টি ছবি এক সঙ্গে মিলিত হয়ে একটি ছবিতে পরিণত হবে। ক্যামেরায় রয়েছে জিয়াস সার্টিফায়েড লেন্স। ৫টি ক্যামেরার মধ্যে তিনটি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর দ্বারা তৈরি এবং দু’টি ২০ মেগাপিক্সেলের আরজিবি সেন্সর দ্বারা তৈরি।

Advertisement

আরও পড়ুন: আবারও চ্যানেল লক-ইন পরিষেবা চালু করল ডিশ টিভি

ভারতে এই ফোনের দাম এখনও জানানো না হলেও আমেরিকায় এই ফোনের দাম ৬৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৯ হাজার ৭০০ টাকা। ফোনের আনুষ্ঠানিক লঞ্চের দিনই দাম সম্পর্কে জানা যাবে। তবে ভারতেও এই একই দাম ধার্য করা হবে মনে করা হচ্ছে। কেবলমাত্র একটি রং- মিডনাইট ব্লু’তেই পাওয়া যাবে এই ফোনটি।

নোকিয়া ৯ পিওর ভিউয়ের বিশেষত্বগুলি হল-

৫.৯৯ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস পোলেড স্ক্রিন থাকবে, যার আনুমানিক অনুপাত (অ্যাস্পেক্ট রেশিও) হবে ১৮.৫:৯। সঙ্গে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে এই ফোনে। ৩,৩২০ এম এ এইচের ব্যাটারিযুক্ত এই ফোনে থাকবে ওয়্যারলেস চার্জিং-এর সুবিধা। এ ছাড়াও ওয়াইফাই ৫ এবং ব্লুটুথ ৫.০ এর মতো নতুন প্রযুক্তি থাকবে। এই ফোন জল ও ধুলো প্রতিরোধক যা আইপি৬৭ দ্বারা সার্টিফায়েড। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই সফটওয়্যারে কাজ করবে, যা ‘নেক্সট জেনারেশন প্রো ক্যামেরা ইউজার ইন্টারফেস’-এর ব্যবহার করবে। এতে ব্যবহারকারীরা তাঁর ফোনের পেন্টা ক্যামেরার লেন্সের আরও ভাল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

ভারতে এই ফোন কবে পাওয়া যাবে তাঁর জন্য অপেক্ষা করতে হবে নোকিয়ার প্রস্তুতকারক সংস্থা এইচএমডি গ্লোবালের ঘোষণার, তবে ফোনের ক্যামেরায় এরকম বিশেষত্ব আগে কখনও না থাকায় চাহিদা আকাশছোঁয়া হবে, সেই সম্পর্কে আশাবাদী প্রস্তুতকারকরা।

আরও পড়ুন:শাওমির সঙ্গে পাল্লা দিতে লেনোভোর নতুন চমক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement