অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
রাজকোষ ঘাটতি এমনিতেই নাগালের বাইরে। তা আরও নাগালের বাইরে গেলে এমন কিছু ক্ষতি হবে না বলে কটাক্ষ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বরং অর্থনীতির ঝিমুনির মধ্যে খরচে রাশ টানার পক্ষে নন বলে জানান তিনি।
আগামী ১ ফেব্রুয়ারি বাজেট। সরকারি অনুমান অনুযায়ী চলতি বছরের আর্থিক বৃদ্ধি ৫ শতাংশে নেমে আসলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পক্ষে এমনিতেই রাজকোষ ঘাটতি ৩.৩ শতাংশের লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখা মুশকিল। নির্মলা সারা বছরে যে পরিমাণ ঘাটতি হবে বলে ধরেছিলেন, এপ্রিল থেকে নভেম্বরে ঘাটতি তার ১১৫% বেশি। ঘাটতিতে রাশ টানতে এখন সামাজিক প্রকল্প থেকে শিক্ষা-স্বাস্থ্যে খরচ ছাঁটাই করতে হচ্ছে অর্থ মন্ত্রককে। এ নিয়ে প্রশ্নে আজ অভিজিৎ বলেন, ‘‘রাজকোষ ঘাটতি ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার অনেকখানি বাইরে। আরও বাইরে গেলে তা খুব বড় ব্যাপার বলে মনে করি না। আমি এখন ঘাটতিকে লাগামের মধ্যে রাখাও সমর্থন করব না।’’
খরচ ছাঁটাই করতে কেন্দ্রীয় সরকার স্কুল শিক্ষায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ ছাঁটছে বলে খবর। অভিজিতের প্রতিক্রিয়া, ‘‘কেন্দ্র শিক্ষার খরচে খুব কম টাকা দেয়। শিক্ষা রাজ্যের বিষয়। অধিকাংশ খরচও তারা দেয়। তাতে ৩ হাজার কোটি টাকা সিন্ধুতে বিন্দু।’
আজ দেশের অর্থনীতি নিয়ে মোদী সরকারকে ফের তোপ দেগেছে কংগ্রেস। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে বিবৃতি দিয়ে নরেন্দ্র মোদীর জমানায় আর্থিক পরিস্থিতির সমালোচনা করেছে তারা। কংগ্রেসের মতে, দেশ গভীর আর্থিক সঙ্কটের মুখোমুখি। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী বক্তৃতায় বলেন, ‘‘মনে হচ্ছে, অর্থনীতির ধস আটকাতে কেন্দ্রের সদিচ্ছা বা বুদ্ধি কোনওটাই নেই।’’