Nirmala Sitharaman

‘এমন বাজেট আগে কখনও হয়নি’

বাজেট প্রত্যাশা নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে এ দিন ভিডিয়ো বৈঠকও করেছেন নির্মলা।

Advertisement

নিজস্ব  প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৪:৫৬
Share:

—ফাইল চিত্র।

আগামী অর্থবর্ষের জন্য এমন বাজেট তৈরি হচ্ছে, যা আগে কখনও হয়নি— বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার সিআইআইয়ের এক অনুষ্ঠানে জানালেন, বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির উন্নতির ব্যবস্থা করাই প্রধান লক্ষ্য। সেখআনে কী কী পদক্ষেপ করা উচিত, তার সুপারিশ পাঠাতে নানা মহলের কাছে আর্জিও জানান তিনি। ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে বাজেট।

Advertisement

বাজেট প্রত্যাশা নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে এ দিন ভিডিয়ো বৈঠকও করেছেন নির্মলা। অল্প রোজগেরেদের মাসে ৭৫০০ টাকা এবং বিনামূল্যে ১০ কিলো চাল বা গম দিতে বাজেট বরাদ্দের আর্জি জানিয়েছে তারা। প্রস্তাব দিয়েছে ন্যূনতম বেতন ২১,০০০ টাকা করা, পিএফের আওতায় আসতে বেতনের ঊর্ধ্বসীমা (১৫,০০০ টাকা) তোলার। এআইইউটিইউসির সভাপতি শঙ্কর সাহা বলেন, ‘‘ইএসআই খাতে কর্মী ও সংস্থার দেয় টাকা কমায় প্রকল্পের আয় কমছে। তাই দেয় মোট টাকা বেতনের অন্তত ৬% করার পরামর্শ দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement