আর-ক্যামের ১৪% শেয়ার নিচ্ছে নিপ্পন

রিলায়্যান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের (আর-ক্যাম) ১৪% শেয়ার হাতে নিচ্ছে নিপ্পন লাইফ। এ জন্য ১,১৯৬ কোটি টাকা লগ্নি করছে জাপানের জীবনবিমা সংস্থাটি। এটি ভারতের মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি লগ্নি। এর ফলে আর-ক্যামে নিপ্পন লাইফের অংশীদারি পৌঁছবে ৪৯ শতাংশে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৩:২৯
Share:

রিলায়্যান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের (আর-ক্যাম) ১৪% শেয়ার হাতে নিচ্ছে নিপ্পন লাইফ। এ জন্য ১,১৯৬ কোটি টাকা লগ্নি করছে জাপানের জীবনবিমা সংস্থাটি। এটি ভারতের মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি লগ্নি। এর ফলে আর-ক্যামে নিপ্পন লাইফের অংশীদারি পৌঁছবে ৪৯ শতাংশে। আর শেয়ার মূল্যের ভিত্তিতে তার বাজার দর দাঁড়াবে প্রায় ৮,৫৪২ কোটি টাকা। শেয়ার মালিকানা অনুসারে সংস্থার নাম বদলে হবে রিলায়্যান্স নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট। দুই সংস্থার পরিচালন পর্ষদই এই শেয়ার হস্তান্তরে সায় দিয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে প্রথম বার আর-ক্যামের ২৬% শেয়ার হাতে নিয়েছিল নিপ্পন লাইফ। তার পর চলতি বছরের শুরুতেই অংশীদারি বাড়িয়ে ৩৫% করে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement