Coronavirus

করোনা যুঝতে বিমা, ফের আশ্বাস নির্মলারও

ভাইরাস আক্রমণ রোখার লক্ষ্যে বিভিন্ন দেশ যাতে চটজলদি অর্থের ব্যবস্থা করতে পারে, সে জন্য এ দিন ১২০০ কোটি ডলারের ত্রাণ তহবিল ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০৫:৫৫
Share:

ফাইল চিত্র।

এক দিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার ফের বলেছেন, করোনাভাইরাসের সঙ্কট যুঝতে উদয়াস্ত কাজ করছে কেন্দ্র। প্রয়োজন পড়লেই যথাযথ পদক্ষেপ করা হবে। অন্য দিকে এ দিনই বিমা নিয়ন্ত্রক আইআরডিএ বিমা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসা বিমার সুবিধা দিতে পলিসি আনার। যাতে এই সংক্রমণে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার খরচ মেটানো যায়। বিমার টাকা দাবি করলে, খুব দ্রুত তা মেটাতেও বলেছে আইআরডিএ।

Advertisement

ভাইরাস আক্রমণ রোখার লক্ষ্যে বিভিন্ন দেশ যাতে চটজলদি অর্থের ব্যবস্থা করতে পারে, সে জন্য এ দিন ১২০০ কোটি ডলারের ত্রাণ তহবিল ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক। ইতিমধ্যেই আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে। ভারতে রিজার্ভ ব্যাঙ্কও জানিয়েছে, প্রয়োজনে সব রকম সাহায্য করবে তারা।

ভাইরাসের প্রভাব ভারতের শেয়ার বাজারে কতটা পড়তে পারে, তা খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সেবি। বিশ্ব জুড়েই এর ধাক্কায় বেশ কিছু দিন ধরে পড়ছে শেয়ার বাজার। ভারতেও সেনসেক্স ইতিমধ্যেই খুইয়েছে কয়েক হাজার পয়েন্ট। বুধবারও সেনসেক্স নামে ২১৪.২২। দাঁড়ায় ৩৮,৪০৯.৪৮ অঙ্কে। এ দিন অবশ্য বেশির ভাগ দেশে সূচকের মুখ ছিল উপরের দিকে। এ দিন ফের পড়েছে টাকার দাম। ২০ পয়সা উঠে এক ডলার হয় ৭৩.৩৯ টাকা। এ দিনই আইএমএফ বলেছে, বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার এ বছর নামবে ২.৯ শতাংশেরও নীচে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement