কেন্দ্রের দাবি, নতুন আইনটি অনেক বেশি সরল। —প্রতীকী চিত্র।
গত বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর আইনের বিল পেশ করেছে কেন্দ্র। সাধারণ মানুষের আইন বোঝার সুবিধা করে দেওয়া, করদাতাদের ঝক্কি এবং তার হাত ধরে মামলার সংখ্যা কমানোই লক্ষ্য তাদের। এ বার করদাতাদের স্বার্থে আয়কর দফতরের পোর্টালে নতুন বিলটি দেখে নেওয়ার সুবিধা আনল সরকার। দফতর জানিয়েছে, কেউ চাইলে এখনই পুরনো এবং নতুন আইনের ধারাগুলি (সেকশন) মিলিয়ে দেখতে পারেন। যেহেতু আগের থেকে নতুন আইনে ধারার সংখ্যা কম, তাই পোর্টালে গিয়ে পুরনো ধারাটি উল্লেখ করলেই তার বিষয়বস্তু নতুন বিলের কোন ধারায় রয়েছে, তা দেখা যাবে।
কেন্দ্রের দাবি, নতুন আইনটি অনেক বেশি সরল। এতে কমছে শব্দ সংখ্যা, পরিচ্ছদ। মুছে ফেলা হয়েছে হাজারেরও বেশি অনুবিধি এবং ব্যাখ্যা। তবে করদাতারা যাতে তাঁদের আয়করের হিসাব সহজে করতে পারেন, সে কথা মাথায় রেখে হিসাবের প্রক্রিয়া সংক্রান্ত সারণির সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ৫৭ করা হয়েছে। পাশাপাশি বিলে কিছু সূত্র বা ফর্মুলাও দেওয়া হয়েছে। যা সহজে করের হিসাব করতে সহায্য করবে।
আয়কর বিভাগ জানিয়েছে, পোর্টালে করদাতারা পুরনো আইনের কোনও ধারা দেখতে চাইলে ‘ড্রপ ডাউন মেনু’-তে যেতে হবে। সেখানে করদাতা যেটা দেখতে চাইছেন, তা বেছে নিলে সেই বিষয়টি নতুন কোন ধারায় রয়েছে, সেটা ফুটে উঠবে এবং তার ব্যাখ্যা দেখা যাবে। বোঝার সুবিধার জন্য প্রতিটি ধারা এবং তার ব্যাখ্যা পাশাপাশি দেখে নেওয়ার (টেব্ল ফর্ম্যাট) সুযোগও রাখা হয়েছে পোর্টালে। উল্লেখ্য, সংশ্লিষ্ট বিধি মেনে বিলটি সংসদে পাশ হওয়ার পরে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হওয়ার কথা।